ATM থেকে টাকা তোলার নিয়মে বদল আনছে SBI



ATM থেকে টাকা তোলার নিয়মে বদল আনছে SBI




এটিএমে (ATM) জালিয়াতি রুখতে টাকা তোলার নিয়ম বদলাচ্ছে স্টেট্ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই পরিষেবা শুধুমাত্র এসবিআই গ্রাহকদের জন্যই প্রযোজ্য।গ্রাহকদের নিরাপত্তার কথা ভেবেই মোটা অঙ্কের লেনদেনে এই বিশেষ নিয়ম চালু করা হয়েছে বলেই জানা গেছে। 



এখন থেকে এটিএম থেকে টাকা তুলতে গ্রাহকরা এটিএমে নিজেদের ডেবিট কার্ড পাঞ্চ করার পর স্ক্রিনে ওটিপি অপশন ফুটে উঠবে। ব্যাঙ্কে রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে তা এটিএম মেশিনে পাঞ্চ করলে তবেই মিলবে টাকা তোলার অনুমতি। আগে দিনে মাত্র ১২ ঘণ্টা এই পরিষেবার সুযোগ মিলত। এবার ২৪ ঘণ্টাই এই পরিষেবা পাবেন গ্রাহকরা।



আগামী ১৮ সেপ্টেম্বর থেকে এই পরিষেবা আরম্ভ বলেই খবর। ওটিপি ব্যবস্থার মাধ্যমে দিনভর সংশ্লিষ্ট ব্যাংকের এটিএম থেকে ১০ হাজারের বেশি টাকা তোলা যাবে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, গ্রাহকদের নিরাপত্তার কথা ভেবেই মোটা অঙ্কের লেনদেনের ক্ষেত্রে এই পরিষেবা চালু করা হয়েছে। যাতে ভুয়ো ফোন কলের মাধ্যমে এটিএমের পিন ও কার্ড হাতিয়ে নিলেও সহজে টাকা না তুলে নিতে না পারে জালিয়াতরা।

Post a Comment

thanks