স্বল্পমেয়াদী ক্ষেত্রে সুদের হার কমালো এসবিআই (SBI) 




স্বল্পমেয়াদী ক্ষেত্রে সুদের হার কমালো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্বল্পমেয়াদী ক্ষেত্রে ০.২ শতাংশ কমল সুদের হার। সাধারণের জন্য সুদের হার ৫.১ শতাংশ থেকে কমে হল ৪.৯ শতাংশ। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সিনিয়র সিটিজেনশিপের জন্য ৫.৬ শতাংশ থেকে কমিয়ে করা হল ৫.৪ শতাংশ। চলতি মাসের ১০ তারিখ থেকে এসবিআই-এর নয়া পদক্ষেপ কার্যকর হবে। 



প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও একই হারে সুদ কমেছে। ৫.৬০ শতাংশ থেকে ৫.৪০ শতাংশ কমানো হয়েছে। তবে, অন্যান্য মেয়াদে সুদের হার অপরিবর্তিত রয়েছে। 



উল্লেখ্য, প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ প্রকল্প 'এসবিআই উইকেয়ার'-এর মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ওই প্রকল্পে সাধারণত প্রবীণ নাগরিকরা ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ পেয়ে থাকেন। পাঁচ বছর বা তার বেশি মেয়াদের আমনতে ৩০ বেসিস পয়েন্ট প্রিমিয়াম দেওয়া হয় প্রবীণ নাগরিকদের।