৪৪ লক্ষ টাকা ব্যয়ে মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমার খড়গ্রাম থানার বাতুরে ঢালাই রাস্তার উদ্বোধন
রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ :
মুর্শিদাবাদ জেলার কান্দী মহকুমার খড়গ্রাম ব্লকের বালিয়া গ্রাম পঞ্চায়েতের বাতুর থেকে মহিসার গ্রাম পঞ্চায়েতের বড়ারের মজুমদারের সাঁকো পর্যন্ত মহাত্মা গান্ধী জাতীয় কর্ম নিশ্চয়তা প্রকল্পের ৪৪ লক্ষ ৫ হাজার ৭৭৭ টাকা ব্যয়ে খড়গ্রাম পঞ্চায়েত সমিতির রূপায়নে সোমবার সকালে বাতুর থিরা ষষ্ঠি তলা প্রাঙ্গণে উদ্বোধন হলো।এর পাশাপাশি বালিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের রাস্তা সহ বেশ কিছু প্রকল্পের শুভ সূচনা হলো।
বালিয়া গ্রামপঞ্চায়েতের বাংলা আবাস যোজনা প্রকল্পের ৫০ জন উপভোক্তাকে গাছ বিতরণ করা হলো এবং আগামী দিনে প্রত্যেক উপভোক্তাকে বালিয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তৈরি করা দুটি করে চারা গাছ দেওয়া হবে জানান বালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গোকুল ঘোষ। খড়গ্রাম ব্লকের প্রথম বালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রতিটি গ্রামে ২০ টি করে বৈদ্যুতিক পথবাতি বসানো হবে আসন্ন দুর্গাপুজোর আগে ।
উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গ্রাম ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্ল, খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশীষ মার্জিত, খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি টিঙ্কু মণ্ডল,খড়গ্রাম পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সুপ্রিয় ঘোষ,খড়গ্রাম পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আবুল হাসনাত, বালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান গোকুল ঘোষ,কান্দী মহকুমা ছাত্র যুব নেতা শাশ্বত মুখার্জী, খড়গ্রাম ব্লক দক্ষিণ তৃণমূল কংগ্রেস সভাপতি সমরেন্দ্র নাথ সাহা, খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য ও কর্মাধ্যক্ষ,মহিসার গ্রাম পঞ্চায়েতের প্রধান,উপপ্রধান ও সদস্যরা, বালিয়া গ্রাম পঞ্চায়েতের সমস্ত সরকারি আধিকারিক, বাতুর গ্রামের পঞ্চায়েত সদস্য এছাড়াও অন্যান্য নেতৃত্ব।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊