করোনা আক্রান্ত তৃণমূল সাংসদ শান্তা ছেত্রী


করোনা দাপট সারা দেশজুড়ে। নেতা -মন্ত্রী থেকে অভিনেতা- অভিনেত্রী কাউকেই ছাড়ছে না এই মারণ ভাইরাস। এবার করোনা আক্রান্ত তৃণমূলের রাজ্য সভার সাংসদ শান্তা ছেত্রী। 




করোনা আক্রান্তের খবর নিজেই তাঁর সোশ্যাল হ্যান্ডেলে জানিয়েছেন শান্তা ছেত্রী। পাশাপাশি, তাঁর সংস্পর্শে আসা সকলকে সাবধান করে দেওয়ার সাথে টেস্ট করার কথাও জানান তিনি। এদিন তিনি লেখেন, "আমি আপনাদের জানাতে চাই যে সর্বশেষ আমি কোভিড -১৯ এর শিকার। গত দুই সপ্তাহে যারা আমার সংস্পর্শে এসেছেন তাঁদের সবাইকে কোভিড -১৯ পরীক্ষা করার জন্য অনুরোধ করছি। রিপোর্ট না আসা পর্যন্ত সম্পূর্ণ সরকারি পদ্ধতি মেন চলুন।"