Latest News

6/recent/ticker-posts

Ad Code

একশো দিনের কাজ প্রকল্পের কারিগর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নেতা রঘুবংশ প্রসাদ সিংহ প্রয়াত Former Union Minister Raghuvansh Prasad Singh passes away

একশো দিনের কাজ প্রকল্পের কারিগর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নেতা রঘুবংশ প্রসাদ সিংহ প্রয়াত 




প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ আরডেজি নেতা রঘুবংশ প্রসাদ সিংহ। করোনাভাইরাস আক্রান্ত হয়ে দিল্লির এইমসে ভর্তি হয়েছিলেন তিনি। ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। গত কয়েকদিন তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। দিল্লির এইমসে প্রয়াত হলেন তিনি। ৭৪ বছর বয়সে আজ সকালে তিনি প্রয়াত হলেন।



গত বৃহস্পতিবার আরজেডি থেকে পদত্যাগ করেন রঘুবংশ প্রসাদ সিং। বিহারের রাজনীতিতে তাঁর পদত্যাগ নিয়ে শোরগোল পড়ে যায়। বিহার ভোটের আগে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। 



ভারতের বৃহত্তম জনকল্যাণ কর্মসূচি মহাত্মা গান্ধি ন্যাশনাল রুবাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট বা মনরেগা বা একশো দিনের কাজ প্রকল্পের কারিগর ছিলেন রঘুবংশ প্রসাদ সি। মনমোহন সিং সরকারের গ্রাম উন্নয়ন মন্ত্রী ছিলেন তিনি। বৈশালী লোকসভা কেন্দ্র থেকে টানা ৫ বার সাংসদ নির্বাচিত হন। ২০১৪ এবং ২০১৯ সালে টানা দুটি নির্বাচনে তিনি হেরে যান।



আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন রঘুবংশ। দীর্ঘদিনের সঙ্গীর প্রয়াণে শোক ব্যক্ত করে লালুপ্রসাদ ট্যুইটে লিখেছেন, রঘুবংশবাবু, এটা আপনি কী করলেন? 

লালুপ্রসাদ ট্যুইট করে শোক প্রকাশ করে জানিয়েছেন- 
'প্রিয় রঘুবংশবাবু! এটা আপনি কী করলেন?গত পরশুই আপনাকে বলেছিলাম, আপনি কোথাও যাচ্ছেন না। কিন্তু এত দূরে চলে চলেন! বাকরুদ্ধ, মর্মাহত। আপনার অভাব অনুভব করব'।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code