অবশেষে জনসাধারণের জন্য ছাড়া হলো বিশ্ব প্রথম করোনা- টিকা
তনোজিৎ সাহা, কলকাতা
রাশিয়ার করোনাভাইরাস টিকা (স্পুটনিক ৫)জনসাধারণের জন্য এবার অবশেষে চলে এল।সেদেশের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে মস্কোর গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের তৈরি সেই টিকার এর মধ্যেই আঞ্চলিক ডেলিভারি শুরুর পরিকল্পনা করেছে।এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ আটকাতে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রকের গামালেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার অফ এপিডেমিয়োলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির তৈরি গাম-কোভিড টিকার (স্পুটনিক ৫) প্রয়োজনীয় গুণমান সংক্রান্ত পরীক্ষা উতরে গিয়ে এবার মানুষের জন্য ছাড়া হয়েছে।
রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রক ১১ অগস্ট প্রথম করোনা টিকা স্পুটনিক ৫ নথিভুক্ত করে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন করোনাভাইরাসের বিরুদ্ধে বিশ্বের প্রথম টিকা নথিভুক্ত করার কথা। প্রথমে স্বাস্থ্যকর্মী, শিক্ষক এবং ঝুঁকিপূর্ণ মানুষদের এই টিকা দেওয়া হবে।রবিবার মস্কোর মেয়র সের্গে সুবইয়ানিন জানিয়েছেন, আগামী কয়েক মাসের মধ্যে রাশিয়ার বেশিরভাগ বাসিন্দাকে করোনার টিকা দেওয়া হয়ে যাবে। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে খুব তাড়াতাড়ি করোনার টিকা পাঠিয়ে দেওয়া হবে।এদিকে ভারত বায়োটেকের ‘ভ্যাকসিন ক্যান্ডিডেট’ দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালের ছাড়পত্র পেয়ে গিয়েছে। প্রথম পর্যায়ের ট্রায়ালে দেশের ১২ টি জায়গার ৩৭৫ জনের মতো স্বেচ্ছাসেবক যোগদান করেছিলেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊