গ্রেফতার অভিনেত্রী রিয়া চক্রবর্তী 



অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় অবশেষে গ্রেফতার রিয়া চক্রবর্তী। গত তিনদিন ধরে টানা জেরার পর আজ রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করল নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। মাদক মামলায় তাঁর নাম উঠে আসে। রিয়া ও তাঁর ভাই শৌভিক সুশান্তকে ড্রাগ দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। আগেই রিয়ার ভাই শৌভিক ও সুশান্তের ম্যানেজার মিরান্ডা ও স্টাফ দীপেশকে গ্রেফতার করা হয়েছিল।এনসিবি রিয়াকে সোমবার প্রায় আট ঘন্টা এবং রবিবার ছয় ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল। এবার, গ্রেফতার হলেন সুশান্তের বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তী। 


এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, "রিয়াকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরিবারকে জানানোর যথাযথ প্রক্রিয়া শেষ হয়েছে," এনসিবির উপ-পরিচালক, কেপিএস মালহোত্রা বলেছেন। এনসিবির তিন দিন জিজ্ঞাসাবাদ শেষে এই গ্রেপ্তার।


অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বারে বারে আঙুল উঠেছে রিয়ার দিকে। পরে সুশান্তের বাবার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। তদন্তে উঠে এসেছে নানা তথ্য। ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করেছে নানান গোপন খবর। সম্প্রতি রিয়া চক্রবর্তীর বাড়িতে তল্লাসি চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সেখান থেকে বাজেয়াপ্ত করা রিয়া চক্রবর্তীর ল্যাপটপ থেকে একাধিক তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে বলে খবর। এদিকে এনসিবির জিজ্ঞাসাবাদের সময় রিয়া চক্রবর্তী বলিউডের ২০-২৫জন সেলিব্রিটির নাম করেছেন বলে খবর। তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।