ROCKY - প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছায়াছবি আনলো  পুষ্পবর্ষা প্রোডাকশন



অনীক চৌধুরী, আলিপুরদুয়ারঃ  


আলিপুরদুয়ারে স্বল্প দৈর্ঘ্যের ছবি বানানোর প্রচেষ্টা অনেকেই করেছেন।সফলতাও পেয়েছেন পরিচালক, প্রযোজকরা।কিন্তু পূর্ণ দৈর্ঘ্যের ছবি বানানোর সাহসিকতা এই প্রথমবার দেখতে চলেছে পুষ্পবর্ষা প্রোডাকশন।সোমবার আলিপুরদুয়ার ১১হাত কালীবাড়ির সামনে ছবিটির মুহরত অনুষ্ঠিত হয়।ফিতে কেটে ছবির মূহরতের উদ্বোধন করলেন অলিপিরদুয়ারের এসডিপিও কুতুবুদ্দীন খান।



নিজেদের শহরের উঠতি প্রতিবাদের সুযোগ করে দিতে এগিয়ে এলো পুষ্পবর্ষা প্রোডাকশন।তাদের প্রথম ভেঞ্চার 'রকি'।আলিপুরদুয়ারের শিল্পী এবং সুদক্ষ চলচিত্র কারিগরদের নিয়ে প্রায় দেড় ঘন্টার ছবিটি তৈরি করছেন তারা বলে জানান ছবির প্রযোজক অমিত কুন্ডু।ছবিটির প্রেক্ষাপট অলিপিরদুয়ার মাফিয়া এবং তাদের কার্যকলাপের আশেপাশের ঘটনা নিয়ে ছবিটি তৈরি করছেন প্রযোজক সংস্থা।



এদিনের এই ছবির মুহরতে ফিতে কেটে ছবির সূচনা করেন আলিপুরদুয়ারের এসডিপিও কুতুবুদ্দীন খান।তার সাথে অতিথি মঞ্চে উপস্থিত ছিলেন কাউন্সিলর ঝন্টু কুমার রায়,।নিউটাউন ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক চন্দন কর,বিশিষ্ট সমাজসেবী বাবলু রায় এবং নর্থ ইস্ট ব্যাঙ্কের ম্যানেজার মানব গুপ্তা।এদিনের অনুষ্টানে এসডিপিও কুতুবুদ্দীন খান বলেন,বাংলায় প্রতিভার কমতি নেই।এই প্রযোজক সংস্থাকে ধন্যবাদ জানান তিনি,যে স্থানীয় প্রতিভাদের সুযোগ দিয়ে তাদের প্রচারের আলোয় নিয়ে আসার জন্য।সাথে তিনি জানান এই রকম কাজে তিনি সর্বদাই সমর্থন করবেন।



এদিনের এই অনুষ্ঠানে ছবিটির সকল অভিনেতা, অভিনেত্রী সহ সকল কলাকুশলী এবং টেকনিশিয়ান উপস্থিত ছিলেন।