মাধ্যমিক পাশ যোগ্যতায় ক্লার্ক ও এমটিএস পদে নিয়োগের বিজ্ঞপ্তি, এখনি আবেদন করুন
সংবাদ একলব্য ঃ
Birbal Sahni Institute of Palaeosciences -এ মাধ্যমিক পাশ যোগ্যতায় ক্লার্ক ও এমটিএস পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। BSIP কেন্দ্রের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ।
পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) ও এমটিএস (MULTI TASKING STAFF)
আবেদন পদ্ধতি - অফলাইন
শূন্যপদ -
- লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) -৭
- এমটিএস (MULTI TASKING STAFF) - ৮
শিক্ষাগত যোগ্যতা -
- লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) -উচ্চ মাধ্যমিক পাশ (যেকোনও শাখায়) ও টাইপিং দক্ষতা
- এমটিএস (MULTI TASKING STAFF) - মাধ্যমিক অথবা আইটিআই পাশ
বয়সসীমা - ২৩শে অক্টোবর ২০২০ অনুসারে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে
আবেদন ফি - ২৫০/- (ডিম্যান্ড ড্রাফট)
আবেদনের শেষ তারিখ - ২৩শে অক্টোবর ২০২০ এর মধ্যে আবেদন পত্রটি পৌঁছাতে হবে।
বিস্তারিত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন -
অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন -
আবেদন পত্রটি ডাউনলোড করুন -
আবেদন পাঠানোর ঠিকানা -
REGISTRAR
BIRBAL SAHNI INSTITUTE OF PALAEOSCIENCES
53, UNIVERSITY ROAD,
LUCKNOW
226 007
U P (INDIA)
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊