১৬ দফা দাবিতে বড়শাকদল বালিকা বাজারে প্রতিবাদ মিছিল

SER-012, সংবাদ একলব্যঃ রবিবার দিনহাটা ২ নং ব্লকের বড়শাকদল বালিকা বাজারে কেন্দ্রীয় শিক্ষানীতি, পরিযায়ী শ্রমিক, ঘোষিত কলেজ স্থাপন সহ ১৬ দফা দাবি তে ছাত্র-যুব-কৃষক সভার উদ্যোগে এক প্রতিবাদ মিছিল বের হয়। দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য ছিলোঃ 

  • কেন্দ্রীয় রেল বীমা কয়লা খনি বিক্রি চকান্ত বন্ধ করতে হবে।


  • কেন্দ্রীয় সরকারের নতুন শিক্ষানীতি বাতিল করতে হবে। 

  • পরিযায়ী শ্রমিক দের মাসিক ৭৫০০ টাকা ভাতা দিতে হবে। 

  • সমস্ত গরিব মানুষ কে ১০০ দিনের কাজ দিতে হবে। 

  • অবিলম্বে দিনহাটা ২নং ব্লকে ঘোষিত কলেজ স্থাপন করতে হবে। 

  • দিনহাটা ২নং ব্লকে দমকল স্থাপন করতে হবে।


এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন কৃষক সভা জেলা কমিটির সদস্য নান্টু পাইন, DYFI নেতা উজ্জ্বল গুহ, গণ আন্দোলনের নাজির হাট এরিয়া কমিটির সদস্য কমঃ দীপক পাল, কৃষক সভা দিনহাটা ২নং ব্লক কমিটির সদস্য নির্মল সরকার। যুব নাজির হাট লোকাল কমিটির সভাপতি বিকাশ বর্মন, ছাত্রনেতা নাজির হাট-বড় শাক দল আঞ্চলিক কমিটির সভাপতি কপিল রায় সহ আরও অন্যান্যরা।