প্রতিভার সন্ধানে আজকের মুখ ঋতজা দে বর্মন
শুভাশিস দাশ
মাত্র তিন বছর বয়স থেকেই গানের সাথে ওর একটা নিবিড় সম্পর্ক গড়ে ওঠে । এই ঝোঁক দেখে ওর বাবা মা সংগীত শিক্ষক প্রদীপ সরকার ও অমিতাভ দে র কাছে ওকে গানের ব্যাকরণ শিখতে পাঠান ।
এই বয়সেই গানের প্রায় সব শাখাতেই ওর অবাধ বিচরণ ।
ওর পুরস্কারের ঝুলিতে রয়েছে রায়গঞ্জ দিপালী উত্সবের পুরস্কার , জেলা যুব উত্সবের পুরস্কার , সর্বভারতীয় সংগীত পরিষদের পুরস্কার সহ বর্তমান অন লাইনে প্রতিযোগিতার বেশ কটি পুরস্কার ।
গানের পাশাপাশি সে আবৃত্তির চর্চাও করে যাচ্ছে ।
আগামী দিনে ওর প্রতিভা বহুদূর ছড়িয়ে যাবে এই শুভ কামনা রইলো আমাদেরও ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊