Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রতিভার সন্ধানে আজকের মুখ ঋতজা দে বর্মন


প্রতিভার সন্ধানে আজকের মুখ ঋতজা দে বর্মন 

শুভাশিস দাশ 



মাত্র তিন বছর বয়স থেকেই গানের সাথে ওর  একটা নিবিড় সম্পর্ক গড়ে ওঠে । এই ঝোঁক দেখে ওর বাবা মা সংগীত শিক্ষক প্রদীপ সরকার ও অমিতাভ দে র কাছে ওকে গানের ব্যাকরণ শিখতে পাঠান । 

এই বয়সেই গানের প্রায় সব শাখাতেই ওর অবাধ বিচরণ । 

ওর পুরস্কারের ঝুলিতে রয়েছে রায়গঞ্জ দিপালী উত্সবের পুরস্কার , জেলা যুব উত্সবের পুরস্কার , সর্বভারতীয় সংগীত পরিষদের পুরস্কার সহ বর্তমান অন লাইনে প্রতিযোগিতার বেশ কটি পুরস্কার । 

গানের পাশাপাশি সে আবৃত্তির চর্চাও করে যাচ্ছে । 

আগামী দিনে ওর প্রতিভা বহুদূর ছড়িয়ে যাবে এই শুভ কামনা রইলো আমাদেরও ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code