বিজেপির বিক্ষোভ মিছিলে পুলিশি বাধা


কাজল দে, ধুপগুড়ি ঃ 


বাংলায় রাজনৈতিক হিংসা দুর্নীতি স্বজন পোষণ, মিথ্যা মামলা দিয়ে বিজেপি সমর্থকদের হয়রানি, রাজ্যের কৃষকদের সাথে বঞ্চনা, স্বাস্থ্য ব্যবস্থা এবং প্রতারণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে বিজেপি। প্রতিনিধিত্ব করেন বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী এবং অন্যান্যরা।



বিজেপি কর্মী সমর্থকরা মিছিল করে মহকুমা শাসকের কাছে যাওয়ার পথেই মিছিল আটকে দেয় বিশাল পুলিশবাহিনী বলেই অভিযোগ। মিছিল আটকে দেওয়ার পর বিজেপি সমর্থকরা এবং পুলিশের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় এবং তারা ব্যারিকেড ভেঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এর ফলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় ঘটনাস্থলে। 



পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে সেখানে। বিজেপি সমর্থকরা পুলিশের ধারা বাধাপ্রাপ্ত হয় ঘটনাস্থলেই বিক্ষোভ মিছিল অবস্থান মিছিল শুরু করে দেয়।