কেন্দ্রের নতুন কৃষি বিল নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ বিরোধী দল গুলি
রবিবার তীব্র বিরোধিতার মাঝেও ধ্বনি ভোটে রাজ্যসভায় দুটি কৃষি বিল পাশ হয়ে যায়। কৃষি বিল পাশ করানো নিয়ে তীব্র বিরোধিতার মুখ পড়ে সরকার। এমনকি ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকে বিরোধীরা। এদিকে সোমবার রাজ্যসভায় হাঙ্গামা নিয়ে 'অপ্রীতিকর আচরণ' আখ্যা দিয়ে ৮জন সংসদকে সাতদিনের জন্য সাসপেন্ড করেন নাইডু। সংসদে এডিএমকে, জেডিইউ ও ওয়াইএসআর কংগ্রেস ছাড়া কৃষি সংস্কারের জোড়া বিলে আর কেউই বিজেপির সমর্থনে ছিল না।
সংসদে কৃষি বিল পাশ করানো আটকাতে না পেরে অবশেষে রাষ্ট্রপতির দ্বারস্থ বিরোধী দল গুলি। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হস্তক্ষেপ চেয়ে এবার চিঠি লিখল বিরোধী দলগুলি। কংগ্রেস, বাম দল, এনসিপি, ডিএমকে, এসপি, তৃণমূল ও আরজেডি রাষ্ট্রপতিকে পাঠানো স্মারকলিপিতে হস্তক্ষেপের দাবি জানান।
এই চিঠিতে রাষ্ট্রপতিকে এই বিলে স্বাক্ষর না করার আবেদন জানান বিরোধীরা। রাষ্ট্রপতি বিলে স্বাক্ষর করলে তা আইনে পরিণত হয়ে যাবে। সরকারের দাবি, কৃষিক্ষেত্রে সবচেয়ে বড় সংস্কার ঘটাতেই বিল দুটি আনা হয়েছে। অন্যদিকে, বিরোধীরা মনে করছে এই বিল কৃষকদের জন্য ক্ষতি বয়ে আনবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊