নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এর পরীক্ষা সংক্রান্ত জরুরী নোটিশ জারি
সংবাদ একলব্যঃ করোনা আবহে কলেজ, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো আগেই, আজ এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করলো নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। আরও পড়ুনঃ ভোটার কার্ড নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় পূর্ববর্তী 09.09.2018 (memo: COE/2220/2020/9) তারিখের বিজ্ঞপ্তি প্রসঙ্গে, সংশ্লিষ্ট সকল ব্যক্তিকে জানানো হচ্ছে যে ডিসেম্বর ২০১৯ ও জুন ২০২০ এর ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রাম (BDP Term End (Exit) Examination December 2019 and June 2020) এর অনলাইন পরীক্ষায় এমসিকিউ (MCQ) পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। পরীক্ষার্থীদের ১০০ নম্বররের পরিবর্তে ২০ নম্বরের উত্তর দিতে হবে যা সম্পূর্ণ (১০০) নম্বরের সমান। যেখানে পূর্ণ নম্বর 50, সেখানে পরীক্ষার্থীদের 10 নম্বরের উত্তর দিতে হবে, যা সম্পূর্ণ (50) নম্বরের সমান। NEW UPDATE আরও পরুনঃ স্নাতকোত্তর শ্রেণীর পরীক্ষাও অনলাইনে- গুরুত্বপূর্ণ ঘোষণা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির
সংশ্লিষ ব্যক্তিদের আরও জানানো হচ্ছে যে NSOU এর ওয়েবসাইটে প্রতিটি পরীক্ষার সাতদিন আগে নমুনা প্রশ্নপত্র (Sample Questions) আপলোড করা হবে।
join our whatsaap group for all time news: click
যদিও পরীক্ষার নির্দিষ্ট দিন-তারিখ এখনো ঘোষণা করা হয়নি। পরীক্ষার্থীদের নজর রাখতে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট http://www.wbnsou.ac.in তে।
1 মন্তব্যসমূহ
How can I completely success NSOU BPP course. From: SUMON KUNDU, Enrollment number:182011111113 Academic year: 2018-2019. Study centre: B-01.
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊