প্রাণনাশের হুমকি কেষ্ট-কে, গ্রেফতার নিতাই


সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান


বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল কে ফোনে অশ্লীল গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতার হলো গুসকরা পৌরসভা তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায়।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা জেলা ও রাজনীতি মহলে।



মঙ্গলবার ধৃতকে পূর্ব বর্ধমান জেলা আদালতে পেশ করা হলে ২৫শে সেপ্টেম্বর ফের আদালতে হাজির করার নির্দেশ দিয়ে জেলহেফাজতে পাঠানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত বিচারপতি। আদালতে ঢোকার আগে গুসকরা পৌরসভা প্রাক্তন তৃণমূলের কাউন্সিলার নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল তার স্ত্রীর ক্যান্সার চিকিৎসার জন্য নিত্যানন্দ চট্টোপাধ্যায় কাজ থেকে কুড়ি লক্ষ টাকা ধার নিয়েছিলেন। তা তিন থেকে চার মাসের মধ্যে পরিশোধ করার কথা থাকলেও বর্তমানে তিনি তা পরিশোধ করেননি।বারবার চেয়েও সেই টাকা উদ্ধার করতে পারেননি নিতাই।আর এই টাকা ফেরত চাওয়াতেই তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলার নিত্যানন্দ চট্টোপাধ্যায়।




আদালত চত্বরে নিত্যানন্দ চট্টোপাধ্যায় পুলিশ ও সাংবাদিকের সামনে বলেন বেল পাওয়ার পর কেষ্ট মন্ডলের কলার ধরে টাকা আদায় করবো। ও নিজেকে সিএম এর উপর ভাবছে।কেষ্ট মণ্ডল একটা ডাকাত দু'টা মার্ডার করেছে। যে-হাটে মাগুর মাছ কাটতো সে কি করে হাজার কোটি টাকার মালিক হলো। সে প্রশ্ন করে নিত্যানন্দ চট্টোপাধ্যায় ।তিনি আরো বলেন অনুব্রতর মেয়ের একসঙ্গে দুটো চাকরি কি করে হয়। কেষ্ট মণ্ডল নিজের দলের লোক না ও একটা কিমিনাল।