KKR-কে শুভেচ্ছা বার্তা মমতার
আমিরশাহীতে আইপিএল ২০২০ এর আসর বসেছে। আজ ২০২০ আইপিএল- এ প্রথম মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রথমদিনেই মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হতে চলেছে কলকাতা। আর তার আগে কলকাতা নাইট রাইডার্সকে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন তাঁর সোশ্যাল হ্যান্ডেল টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানান। তিনি লেখেন, ‘‘করব, লড়ব, জিতব– ২০২০ সালে গোটা দেশ এখন এই কথা বলছে। ভয়াবহ এই পরিস্থিতির সঙ্গে লড়তে সবাই পরিশ্রম করছে। আজ আরও একটি চ্যাম্পিয়ন দল মাঠে নামছে। নিজেদের পারফরম্যান্সের মাধ্যমে প্রত্যেককে আনন্দ দেওয়ার চেষ্টা করবে তাঁরা। আইপিএল অভিযান শুরুর আগে নাইটদের এবং প্রিয় শাহরুখকে অনেক শুভেচ্ছা।’’
এদিন তাঁর সোশ্যাল হ্যান্ডেল টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানান। তিনি লেখেন, ‘‘করব, লড়ব, জিতব– ২০২০ সালে গোটা দেশ এখন এই কথা বলছে। ভয়াবহ এই পরিস্থিতির সঙ্গে লড়তে সবাই পরিশ্রম করছে। আজ আরও একটি চ্যাম্পিয়ন দল মাঠে নামছে। নিজেদের পারফরম্যান্সের মাধ্যমে প্রত্যেককে আনন্দ দেওয়ার চেষ্টা করবে তাঁরা। আইপিএল অভিযান শুরুর আগে নাইটদের এবং প্রিয় শাহরুখকে অনেক শুভেচ্ছা।’’
‘Korbo, Lorbo, Jeetbo’ has already been India’s spirit in 2020, fighting crises without breaking a sweat. Another set of champions hit the field today, trying to bring joy to every home.
— Mamata Banerjee (@MamataOfficial) September 23, 2020
My best wishes to @KKRiders & dearest @iamsrk as they begin their IPL campaign.#KKRHaiTaiyaar
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊