আইপিএলের জন্য ৬ টি ভাষায় ইমোজি নিয়ে হাজির টুইটার
করোনার জেরে ঝুলে থাকা আইপিএল হতে চলছে আরব আমিরশাহীতে। ইতিমধ্যে পৌঁছে গিয়েছে সমস্ত দল। আইপিএল ২০২০-র সূচি অনুযায়ী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ২০২০ (IPL 2020)। আর তাঁর আগে নতুন উদ্যোগ নিল টুইটার। নয়টি বিশেষ ইমোজি নিয়ে এসেছে টুইটার। এই ইমোজিগুলি টুইটারে হ্যাশট্যাগের সঙ্গে দেখা যাবে। ইংরেজি-সহ ছ'টি ভারতীয় ভাষায় তৈরি হয়েছে এই হ্যাশট্যাগগুলো।
টুইটারের মুখপাত্র জানান, 'এই ইমোজিগুলি ব্যবহার করে অনুরাগীরা টুইটারে নিজেদের পছন্দের টিমকে অনায়াসেই সমর্থন করতে পারবে। ফ্যানেরা এই হ্যাশট্যাগগুলো ফলো করতে থাকুন, লাইভ আলোচনায় অংশগ্রহণ করুন। আরও জানার জন্য সঙ্গে থাকুন এবং ১৯ সেপ্টেম্বর শুরু করুন #MIvCSK-র প্রথম ম্যাচ দিয়ে।'
যে সমস্ত হ্যাশ ট্যাগ গুলি টুইটার প্রকাশ করেছে সে গুলি হল #OneFamily, #WhistlePodu, #PlayBold, #KorboLorboJeetbo, #SadaPunjab, #OrangeArmy, #HallaBol, and #YehHaiNayiDilli #KKR #কেকেআরতৈরী।
Presenting the new #IPL2020 Twitter emojis👇Which team are you backing? Tell us with an emoji. pic.twitter.com/exsDfIBEoU
— Twitter India (@TwitterIndia) September 13, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊