অনুব্রত সভায় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে মুখ খুললেন দলের কর্মীরা। পানীয় জলের কল না থাকায় তৃণমূল থেকে মুখ ফিরিয়ে সে গ্রামবাসী অভিযোগ অঞ্চল তৃণমূল কর্মীর।

অনুব্রত সভায় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে মুখ খুললেন দলের কর্মীরা



সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান

পূর্ব বর্ধমান জেলার মাথরুন নবীনচন্দ্র বিদ্যায়তনের স্কুল মাঠে অনুষ্ঠিত মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের বুধ ভিত্তিক প্রতিনিধি সম্মেলন ।এই বুথ ভিত্তিক প্রতিনিধি সম্মেলনে দলের বিরুদ্ধে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের বুধ ভিত্তিক এক তৃণমূল কংগ্রেস কর্মী ।এদিন মঙ্গলকোট ব্লকের তিনটি অঞ্চলের বুথ ভিত্তিক প্রতিনিধিদের নিয়ে সম্মেলন করেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল। 



মাথরুন নবীনচন্দ্র বিদ্যায়তন স্কুলে এদিনের সভায় উপস্থিত ছিলেন ওই তিনটি অঞ্চলের কয়েকশো তৃণমূল কংগ্রেসের বুথ সদস্যরা। অনুব্রত বাবুর সভায় ওই বুথ কর্মী বলেন চারিদিকে উন্নয়ন হলেও আমাদের পার্টে সার্বিকভাবে কোন উন্নয়ন হচ্ছে না।১০০ নম্বর ওয়ার্ডের সমস্ত রকম কাজ হচ্ছে অথচ ১২৫ নম্বর বুথে তেমন কোনো কাজ হচ্ছেনা। ১২৫ নম্বর বুথে যে সমস্ত কাজ হয়েছিল তাও আবার নষ্ট হয়ে গেছে আর যে সমস্ত কাজ হয়েছিল সেগুলো এখন নষ্ট হয়ে গেছে। আর যে সমস্ত কাজ হয়নি সেটা এখনো পর্যন্ত হাতে দেওয়া হচ্ছে না ।১২৫ নম্বর বুথে ১৬০টা ঘর আছে এর মধ্যে একটি মোটর কল এবং দুটি টিউবয়েল আছে তাও আবার মটর কলটি দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে। মানুষ জল খেতে পারছে না।ওই কর্মীর অভিযোগ শোনা মাত্রই সম্মেলন মঞ্চ থেকে ব্লক সভাপতি কে এক সপ্তাহের কল বসানোর নির্দেশ দেন অনুব্রত মন্ডল।