অনলাইন পরীক্ষা সংক্রান্ত নতুন ঘোষণা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির
SANGBAD EKALAVYA:
করোনা মহামারীর কারনে ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রাম (BDP) এবং স্নাতকোত্তর শ্রেণীর (PG) পরীক্ষা অনলাইনে নেওয়ার কথা ঘোষণা করেছিলো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। পরীক্ষা পদ্ধতি সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার নতুন করে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে ব্যাচেলর ডিগ্রি অন্তিম পর্যায়ের অনলাইন পরীক্ষায় (BDP Term End (Exit) Examination December 2019 and June 2020) পরীক্ষার্থীরা সক্রিয় ইন্টারনেট সংযোগ সহ স্মার্টফোন, ট্যাবলেট পিসি (Tablet PC), ল্যাপটপ (Laptop), ডেস্কটপ (Desktop) নিয়ে বসতে পারবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊