The online examination (Preliminary and Main) for the next Common Recruitment Process for selection of personnel for Clerical cadre Posts in the Participating Organisations is tentatively scheduled in December 2020 & January 2021. 




ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন বা আইবিপিএস ক্লার্কশিপের[IBPS] পরীক্ষার দিন ঘোষণা করেছে। 

করোনার কারণে এবার প্রথম দুটি পর্যায়ে অনলাইন পরীক্ষা নেওয়া হবে। প্রাথমিক ভাবে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণরা পরবর্তী চূড়ান্ত পরীক্ষায় বসার সুযোগ পাবেন। তারপর চূড়ান্ত পরীক্ষায় সফল পরীক্ষার্থীদের নাম অ্যালোকেশনে পাঠানো হবে। এক্ষেত্রে কোনও ইন্টারভিউ'য়ের ব্যবস্থা নেই।

PARTICIPATING ORGANISATIONS 
Bank of Baroda, Canara Bank Indian, Overseas Bank, UCO Bank, Bank of India, Central Bank of India, Punjab National Bank, Union Bank of India, Bank of Maharashtra, Indian Bank Punjab, এবং Sind Bank,

পরীক্ষার তারিখঃ 
আগামী ৫, ১২ ও ১৩ ডিসেম্বর এই পরীক্ষা নেওয়া হবে অনলাইনে।  

পরীক্ষার ধরণঃ
এই পরীক্ষার প্রথম প্রিলিমিনারি পর্যায়ের মাল্টিপল চয়েস প্রশ্ন করা হবে। মোট ১০০ নম্বরের এই পরীক্ষায় ইংরেজি ভাষার জন্য ৩০ নম্বর, নিউমেরিক্যাল এবিলিটির জন্য ৩৫ নম্বর, ও রিজনিং এবিলিটির জন্য ৩৫ নম্বর ধার্য করা হয়েছে। এক্ষেত্রে প্রতিটি বিষয় পিছু ২০ মিনিট করে সময় দেওয়া হবে। প্রতি প্রশ্নের মান হবে ১ নম্বর। 

*প্রিলিমিনারি পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। প্রিলিমিনারি পরীক্ষার ফল ৩১ ডিসেম্বরই প্রকাশ করা হবে । 

চূড়ান্ত পরীক্ষাঃ 

২৪ জানুয়ারি  হবে চূড়ান্ত পরীক্ষা। 
চূড়ান্ত পরীক্ষা হবে ২০০ নম্বরের। 
১৯০ নম্বরের প্রশ্নে জেনারেল ও ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস বিষয়ে থাকবে ৫০ নম্বর, এর সময়সীমা ৩৫ মিনিট। 
৪০ নম্বরের জেনারল ইংরেজি বিষয়, এর ক্ষেত্রেও সময়সীমা ৩৫ মিনিট। 
কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউট এর জন্যেও থাকবে ৫০ নম্বর, এক্ষেত্রে সময়সীমা ৪৫ মিনিট। রিজনিং এবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপ্টিটিউটের জন্যে থাকবে ৬০ নম্বরের ৫০টি প্রশ্ন। 

*প্রতিটি প্রশ্নে ০.২৫ নম্বর নেগেটিভ মার্কিং থাকবে। 

আবেদনের জন্য ক্লিক করুন - Apply
Notification টি Download করার জন্য ক্লিক করুন - Click 

Important EventsDates
Commencement of on-line registration of application02/09/2020
Closure of registration of application23/09/2020
Closure for editing application details23/09/2020
Last date for printing your application23/09/2020
Online Fee Payment02/09/2020 to 23/09/2020












IMPORTANT POINTS TO BE NOTED 

• Please note that all the particulars mentioned in the online application including Name of the Candidate, Category, Date of Birth, Address, Mobile Number, Email ID, Centre of Examination, State in which applied for, registration of preferences for Participating Organisations etc. will be considered as final and no change/modifications will be allowed after submission of the online application form. Candidates are hence advised to fill in the online application form with the utmost care as no correspondence regarding change of details will be entertained. IBPS will not be responsible for any consequences arising out of furnishing of incorrect and incomplete details in the application or omission to provide the required details in the application form. 

• Candidates are requested to ensure that they fulfil the eligibility criteria, on the date of eligibility (01.09.2020 for age and 23.09.2020 for educational qualifications). 

• Application Fees/ Intimation Charges can be paid via Online Mode only. 
• ONLINE REGISTRATION WILL BE COMPLETE ONLY AFTER THE CANDIDATES REGISTER ONLINE (FILL IN THE APPLICATION FORM COMPLETELY) AND REMIT THE REQUISITE APPLICATION FEES/ INTIMATION CHARGES THROUGH ONLINE MODE. 
• Admission to examination will be purely provisional without verification of documents. Ineligible candidates will not be allowed for interview. In case at any stage the candidate is found not to fulfil the eligibility criteria/ cannot produce the requisite documents to IBPS/ Participating Organisation the candidature of the candidate will stand cancelled. 

• IBPS reserves the right to allot the candidate to any of the Centre other than the one he/she has opted for. 

• Candidates have to necessarily indicate preferences for all Participating Organisations. 

• Application printout & e- receipt should be kept with the candidate and should not be sent to the Participating Organisations/ IBPS