Latest News

6/recent/ticker-posts

Ad Code

ওএনজিসি প্ল‍্যান্টে ভয়াবহ আগুন A fire breaks out at an Oil and Natural Gas Corporation (ONGC) plant




ওএনজিসি প্ল‍্যান্টে ভয়াবহ আগুন
 


গুজরাত: 


গুজরাতের সুরাতে ওএনজিসি প্ল‍্যান্টে ভয়াবহ আগুন লেগেছে। করোনা আবহে বেশ কয়েকটি বিধ্বংসী আগুনের খবর সামনে এসেছে। এবার, গগুজরাতের সুরাতে অবস্থিত একটি ওনজিসি প্ল‍্যান্টে আগুন লাগার খবর পাওয়া গেল। 




জানা গেছে আজ কাকভোরে এই আগুন লেগেছে। আগুন লাগার খবর পেয়ে পৌঁছায় দমকল বাহিনী। দমকল কর্মীরা তৎপরতার সাথে আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। তবে, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 




আধিকারিকরা জানিয়েছে, ওই প্ল্যান্টে পরপর বিস্ফোরণ হয়, ফলে আগুন মুহূর্তের মধ্যে বিশাল চেহারা নেয়। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। বহু দূর থেকেও ওই প্ল্যান্ট থেকে ওঠা কুণ্ডলী পাকানো কালো ধোঁয়া দেখা যাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code