Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনার জেরে পিছিয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিক? কমবে মাধ্যমিকের সিলেবাস?





করোনার জেরে পিছিয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিক? কমবে মাধ্যমিকের সিলেবাস?



করোনা সংক্রমণের জেরে দীর্ঘদিন যাবত বন্ধ বিদ্যালয়ের পঠন পাঠন। কবেই বা ফের আরম্ভ হবে পঠন পাঠন, খুলবে স্কুল এর নেই কোনও নিশ্চয়তা। অন্যান্য রাজ্যে বিদ্যালয় যেখানে পুনরায় খুলতে শুরু করেছে তখন এমন পরিস্থিতিতে সরকারের বড়ো ঘোষণার দিকেই তাকিয়ে শিক্ষক- শিক্ষিকা থেকে ছাত্র-ছাত্রী ও অভিভাবক -অভিভাবিকারাও। 




করোনার জেরে পিছিয়ে যাচ্ছে আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। সিলেবাস এক রেখে মার্চের বদলে উচ্চমাধ্যমিক হতে পারে জুনে। তবে, যথা সময়ে মাধ্যমিক পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা চলছে কিন্তু সেক্ষেত্রে কমবে সিলেবাস। ৪০ শতাংশ পর্যন্ত সিলেবাস কাটছাঁট করা হতে পারে বলে খবর। 



সূত্রের খবর, অক্টোবরের শুরুতে সিলেবাস কমিটির এই সংক্রান্ত সুপারিশ জমা পড়ছে সরকারের কাছে। সিলেবাস কমিটির আলোচনা শুরু হয়েছে সরকারি স্তরে। রিপোর্ট দেখে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত, জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।



শিক্ষামন্ত্রী জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া। রিপোর্ট জমা পড়ার পর এনিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code