বিষ ভর্তি চিঠি ট্রাম্পের অফিসে!



ভয়ঙ্কর বিষ ভর্তি চিঠি গেল ট্রাম্পের অফিসে! জঙ্গিরা পাউডার, গুলি বা অ্যাসিড-এর মাধ্যমে কাউকে টার্গেট করতে রিসিন নামক এক প্রকার বিষ ব্যবহার করে সেই বিষ ভর্তি খাম গেল আমেরিকার প্রেসিডেন্টের অফিসে। তবে কি ট্রাম্পকে হত্যার চেষ্টা! উঠছে নানান প্রশ্ন। তবে, অফিসে পৌঁছালেও তা ট্রাম্প অবধি পৌঁছায়নি। তাঁর আগেই বাজেয়াপ্রাপ্ত করা হয়েছে বলেই খবর। 




ট্রাম্পের দফতরে আসা প্রতিটি চিঠি পরীক্ষা নিরীক্ষা করে পাঠানো হয় ট্রাম্পের কাছে। শনিবার সেই চিঠি হোয়াইট হাউসে পৌঁছালেও কোনও আধিকারিকের কাছে পৌঁছানোর আগে নিরাপত্তারক্ষীরা সেই চিঠি বাজেয়াপ্ত করে। ইউএস সিক্রেট সার্ভিস ও ইউএস পোস্টাল ইন্সপেকশন সার্ভিস ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে। 



বিষ ভর্তি সেই খাম এসেছিল কানাডা থেকেই বলে খবর। তবে কে বা কারা সেই খাম পাঠিয়েছিল তা নিয়ে এখনও কিছু জানতে পারেননি মার্কিন গোয়েন্দারা। রিসিন-এর মতো বিষ প্রয়েগে ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে্ মৃত্যু হতে পারে। এই ভয়ানক বিষ থেকে বাঁচানোর মতো কোনও প্রতিষেধক এখনও তৈরি হয়নি। 



এর আগে ২০১৮ সালেও ট্রাম্পকে হত্যার ছক কষে এক ব্যক্তি বিষ ভর্তি খাম পাঠিয়েছিলেন।