Latest News

6/recent/ticker-posts

Ad Code

পাড়ায় পাড়ায় ফেরি করে কাপড় বিক্রি করে সংসার চালানো এক হার না মানা নারীর কথা

পাড়ায় পাড়ায় ফেরি করে কাপড় বিক্রি করে সংসার চালানো এক হার না মানা নারীর কথা 






সুজাতা ঘোষ বাগডোগরা : 

নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার স্থায়ী বাসিন্দা হৃদয় পাল চৌধুরী । শারীরিক অসুস্থতার দরুন কোন রকম কাজ করতে সক্ষম নন তিনি। কিন্তু একজন নারীর অদম্য ইচ্ছাশক্তি পুরুষকে কোথায় পৌঁছে দিতে পারে তার সাক্ষী রয়েছে ইতিহাস ;এমনই এক শক্তিরূপিণী নারী ঋষিপাল চৌধুরীর মা । 


তিনি ঘরে ও বাইরে দুইদিক একাহাতে সামলাচ্ছেন। বিগত কয়েক বছর ধরে পাড়ায় পাড়ায় ফেরি করে কাপড় বিক্রি করে সংসার চালাচ্ছেন তিনি। কিন্তু তাঁদের একমাত্র সন্তান ঋষির হাতের আঙ্গুলগুলো জোড়া এবং পায়েরও সমস্যা রয়েছে। ঋষির মা বলেন - ' ডাক্তার বলেছে ঋষির বয়স এখন ছয় মাস একটু বড় হলে অপারেশন করে ঠিক করা সম্ভব কিন্তু এত টাকা আসবে কোথা থেকে !'


খবর পেয়ে গতকাল মাটিগাড়া নকশালবাড়ি এসেম্বলির কো-অর্ডিনেটর খগেশ্বর রায়, পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষ, নকশালবাড়ি তৃণমূল অঞ্চল সভাপতি পরিমল কুন্ডু, বুথ সভাপতি পরিমল মজুমদার ,বীরেন রায়, বিরাজ সরকার ,অমিত প্রসাদ, কবিতা মন্ডল, সুজাতা গুপ্তা, সঞ্চিতা সরকার সহ আরো অনেকে তাদের বাড়ি যান এবং সমস্যার কথা শোনেন ।


এদিন খগেশ্বর রায় বলেন- ঋষি একটু বড় হলে তার চিকিৎসার ব্যবস্থা আমরা করে দেবো এবং চিকিৎসার সমস্ত খরচ ও আমরা বহন করব।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code