গার্লফ্রেন্ড নিয়োগের বিজ্ঞপ্তি চিকিৎসকের, মিলবে মাইনে ও প্রমোশন
করোনা আবহে কাজ হারিয়েছেন হাজার হাজার মানুষ। এর মাঝেই নতুন কর্মখালি বিজ্ঞাপন ভাইরাল হয়ে গেছে। কারণ, মাসিক বেতন ও প্রমোশন সহ নিজের গার্লফ্রেন্ড নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছেন এক চিকিৎসক।
মালয়েশিয়ার চিকিৎসক মহম্মদ নাকিব নিজের পেশা, নেশা, পছন্দ-অপছন্দ সম্পর্কে বিস্তারিত ভাবে জানিয়ে মাস-মাইনের ভিত্তিতে গার্লফ্রেন্ড নিয়োগের বিজ্ঞাপন দিয়েছেন।
চিকিৎসক এই পদে নিয়োগের যোগ্যতাও জানিয়েছেন। প্রার্থীকে হতে হবে সুশিক্ষিত। ২৪ ঘণ্টা তাঁকে সঙ্গ দিতে হবে। প্রাথমিক পর্ব পেরিয়ে গেলে মিলবে প্রমোশন, পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে পারবেন। বিজ্ঞাপনের বিষয় ও শর্তের নতুনত্বে এখন এটি ভাইরাল নেট দুনিয়ায়!
তবে আজব মনে হলেও, চিকিৎসক মনে করেন বান্ধবী বা প্রেমিকা হিসেবে কারও জীবনে থাকাও কোনও সংস্থার দায়িত্বপূর্ণ পদ সামলানোর সমতুল্য। তাই যোগ্য প্রার্থীকে সঙ্গ দেওয়ার জন্য তাঁর পারিশ্রমিক দিতে বাধা কোথায়!
This positions also holds extra commitments, so a trial basis probation is expected for the initial 1-3 months depending on your performance.
— Naquib (@Qiiib) September 6, 2020
Other further information regarding this position is as per attached. pic.twitter.com/KE3ePek67C
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊