ভাটিবাড়ি অঞ্চলের বোড়াগাড়ী গ্রামে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ভোট বয়কটের ভাবনা স্থানীয়দের
শুভাশিস দেবনাথ, আলিপুরদুয়ার:-
আলিপুরদুয়ার দুই নং ব্লকের ভাটিবাড়ী গ্রাম পঞ্চায়েতের বোড়াগাড়ী গ্রামের ১০/২৫৮ নং বুথের প্রায় ২ কিলোমিটার দীর্ঘ রাস্তা দীর্ঘদিন ধরে বেহালঅবস্থায় পড়ে রয়েছে। এবিষয়ে বিভিন্ন প্রশাসনিক দপ্তর এবং গ্রাম পঞ্চায়েতে অভিযোগ জানানো হলেও সমস্যার কোনও সুরাহা হয়নি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা সুরঞ্জন দাস জানান, বেহাল রাস্তার কারণে যাতায়াতে সমস্যা হচ্ছে সাধারণ মানুষের। কোনও রোগী বা প্রসূতিকে হাসপাতাল নিয়ে যেতে রাস্তার কারণে চরম বিপাকে পড়তে হয়। টোটো, অটো তো দূরের কথা, অ্যাম্বুল্যান্সও আসতে চায় না। ওই রাস্তা দিয়ে চলাচল করেন বোড়াগাড়ী গ্রামের প্রায় একহাজার মানুষ। দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল হয়ে থাকলেও কোনও হেলদোল নেই প্রশাসনের। বর্ষাকালে ছাত্রছাত্রী দের স্কুল, টিউশন যেতে খুবই অসুবিধা হয়। গতকাল বোড়াগাড়ী গ্রামে দুটো বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে রাস্তার অবস্থা দেখে গাড়ি রেখে দুই কিলোমিটার রাস্তা পায়ে হেটে যায় আলিপুরদুয়ার চাইল্ড লাইন, পুলিশ প্রশাসন।
এলাকার বিজেপি পঞ্চায়েত আলোকবালা দাস জানায় যে বারবার গ্রাম পঞ্চায়েত দপ্তর এবং ব্লক প্রশাসনকে বিষয়টি জানানো সত্বেও কোনো সুরাহা হয়নি।স্থানীয় বাসিন্দারা বেশ কয়েকবার রাস্তা মেরামতের দাবিতে ভোট বয়কটের আওয়াজ তুললেও কোনো সুরাহা হয়নি।এব্যাপারে ভাটিবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান কোনো মন্তব্য করতে চাননি। স্থানীয় বাসিন্দারা পুনরায় রাস্তা সংস্কারের দাবিতে ভোট বয়কট সহ বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊