কঙ্গনাকে Y+ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ মহুয়ার
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর অভিনেত্রী কঙ্গনা রানাউত একাধিক বাগ বিতণ্ডায় জড়িয়ে পরার পর গত কালেই তাঁর সুরক্ষার জন্য ওয়াই+ ক্যাটেগরির নিরাপত্তা দিয়েছে কেন্দ্র। অভিনেত্রী কঙ্গনা রানাউত ওয়াই+ ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার পরেই রাজনৈতিক মহলে চলছে জোর চর্চা। তা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র।
কঙ্গনা রানাউতকে ওয়াই+ ক্যাটেগরি দিয়ে কি ঠিক করেছে স্বরাষ্ট্রমন্ত্রক এই প্রশ্ন তুলে তিনি বলেন, "ভারতবর্ষের প্রতি একলক্ষ মানুষের জন্য ১৩৮ জন করে পুলিস কর্মী রয়েছেন। দেশের মানুষকে নিরাপত্তা দেওয়ার কাজে গোটা বিশ্বের মধ্যে নীচের দিকে রয়েছে ভারতের স্থান। এক্ষেত্রে বিশ্বের ৭১টি দেশের মধ্যে নীচের দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে ভারত। নিরাপত্তা রক্ষীদের এভাবে কি সঠিক ব্যবহার করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী?" এদিন টুইট করে এই প্রশ্নই তুললেন তিনি।
Why are Bollywood twitterati getting Y+ security when India has a police to population ratio of 138 per lakh & ranks 5th lowest globally among 71 countries?
— Mahua Moitra (@MahuaMoitra) September 7, 2020
No better use of resources, Mister Home Minister?
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊