ফের বিক্ষোভ বাঁকুড়া বিশ্ববিদ্যালয় চত্বরে
SER-23,বাঁকুড়া, ১০ সেপ্টেম্বর: ১০ আগস্টের পর ফের বিক্ষোভ বাঁকুড়া বিশ্ববিদ্যালয় চত্বরে । গত ১০আগস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানান গাফিলতির অভিযোগ তুলে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে বিক্ষোভে ফেটে পড়ে বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলির ছাত্রছাত্রীরা । তাদের অভিযোগ ছিল মূলত তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের ভূতুড়ে ফল প্রকাশের বিরুদ্ধে । বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত এই ফলের পুনঃমূল্যায়নের দাবি জানায় ছাত্রছাত্রীরা। এর পরিপেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তরফে বিষয়টি ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয় । কিন্তু সেমিস্টারের ফল পুনঃমূল্যায়ন না করে , ছাত্রছাত্রীদের মোবাইলে রিভিউ করার জন্য মেসেজ আসে । এরই পরিপ্রেক্ষিতে ফের গতকাল সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে বিক্ষোভে ফেটে পড়ে বাঁকুড়া ইউনিভারসিটি স্টুডেন্টস ইউনিট বা BKUSU (বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সকল কলেজ গুলির ছাত্র ছাত্রী দ্বারা গঠিত ।)
ছাত্রছাত্রীরা বসে পড়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কে । এর ফলে অবরুদ্ধ হয়ে পড়ে বাঁকুড়া-রানীগঞ্জ ৬০ জাতীয় সড়ক । পরে পুলিশ এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকে তারা এবং পরবর্তীতে তারা অবরোধ তুলে নেয় ।
ছাত্রছাত্রীদের দাবি, এই করোনা পরিস্থিতিতে প্রথম তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের ফল বিনা মূল্যে রিভিউ করতে দিতে হবে , অথবা বিশ্ববিদ্যালয় তরফে পুনঃ মূল্যায়ন করতে হবে ।শালদিহা এবং গোবিন্দ প্রসাদ মহাবিদ্যালয়ের ফর্ম ফিলাপের টাকা ফেরৎ দিতে হবে , অনলাইন শিক্ষা ও ক্রমাগত ফিস বৃদ্ধির মাধ্যমে শিক্ষাকে ক্রয়যোগ্য পণ্যে পরিণত করা চলবে না, এই শিক্ষাবর্ষে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সমস্ত ফিস মুকুবসহ একাধিক দাবির স্লোগান তোলে ছাত্রছাত্রীরা ।
বিশ্ববিদ্যালয় তরফে কোনো সদুত্তর না মেলা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেয় ছাত্রছাত্রীরা
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊