আইপিএল ২০২০ এর প্রথম সুপার ওভারে রুদ্ধশ্বাস জয় দিল্লির

SANGBAD EKALAVYA:

আইপিএল ২০২০ এর রবিবাসরীয় ম্যাচে আগুনে বোলিং করলেন পাঞ্জাবের মহম্মদ শামী। অপরদিকে ব্যাটে রীতিমতো ঝড় তুললেন দিল্লির মার্কাস স্টয়নিস। IPL এর দ্বিতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন কিংস ইলেভেন পাঞ্জাবের (Kings XI Punjab) নতুন অধিনায়ক লোকেশ রাহুল। অধিনায়কের সিদ্ধান্তের পূর্ণ মর্যাদা দিয়ে প্রথম তিন ওভারেই দিল্লি ক্যাপিটালসের তিন উইকেট তুলে নেয় কিংসের বোলাররা। বিশেষত মহম্মদ শামী (৪-০-১৫-৩), শেলডন কটরেল (৪-০-২৪-২) এবং রবি বিশ্নোই (৪-০-২২-১) বোলিংয়ের সামনে কোনো সুবিধাই করতে পারেনি দিল্লির। ব্যাটসম্যানরা। যদিও মিডল অর্ডারে অধিনায়ক শ্রেয়াস আইয়ার (৩২ বলে ৩৯), রিসভ পন্থ (২৯ বলে ৩১) এবং শেষদিকে মার্কস স্টয়নিস (২১ বলে ৫৩) এর ঝড়ো ব্যাটিংয়ে ১৫৭/৮ এর সম্মানজনক স্কোরে ইনিংস শেষ করে দিল্লি ক্যাপিটালস।


১৫৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুটা ভালোই করেছিল লোকেশ রাহুল (১৯ বলে ২১) এবং ময়াঙ্ক আগরওয়াল। পঞ্চম ওভারে রাহুল আউট হতেই পরপর চারটি উইকেট পরে যায়। এরপর ময়াঙ্কের সাথে জুটি বাঁধেন কে. গৌতম (১৪ বলে ২০)। উল্টোদিকে পরপর উইকেট পড়লেও একদিক ধরে রানের গতি ঠিক রাখার চেষ্টা করছিলেন ময়াঙ্ক আগরওয়াল (৬০ বলে ৮৯)। রবিচন্দ্রন অশ্বিন (১-০-২-২), কাগিসো রাবাদা (৩-০-১৬-২) এবং অক্ষর প্যাটেলদের (৪-০-১৪-১) দের দাপুটে বোলিংয়ে শেষ ওভারে পাঞ্জাবের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৩ রান। মার্কাস স্টয়নিসের (৩-০-২৯-২) প্রথম তিন বলে ১২ রান তোলার পরের দুই বলে ২টি উইকেট পরে ম্যাচ সুপার ওভারে চলে যায়।

সুপার ওভারে কাগিসো রাবাদার আগুনে বোলিংয়ে পাঞ্জাব ২ উইকেট হারিয়ে ৩ রানের লক্ষ্যমাত্রা দেয় যা খুব সহজেই অর্জন করে নেয় দিল্লি ক্যাপিটালস।