Pic Src: https://www.google.com/url?sa=i&url=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DOmhxqZahb-Y&psig=AOvVaw1bYOXM-UaoNLqV9DSqEemh&ust=1600102270952000&source=images&cd=vfe&ved=0CA0QjhxqFwoTCIDbkcTL5usCFQAAAAAdAAAAABAN

নাবালিকার বিয়ে রুখল প্রশাসন


শুভাশিস দেবনাথ, আলিপুরদুয়ার: রবিবার আলিপুরদুয়ার-২ ব্লকের মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের বাকলা স্কুলডাঙ্গা গ্রামে একটি নাবালিকার বিয়ে বন্ধ করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাড়া প্রতিবেশী এক  পাত্রের সঙ্গে বাকলা স্কুল ডাঙ্গা গ্রামের ওই নাবালিকার বিয়ে ঠিক হতে যাচ্ছিলো আজ। সেই মোতাবেক  আজ  খবর পেয়ে আলিপুরদুয়ার চাইল্ড লাইন, ব্লক প্রশাসন, শামুকতলা থানার পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা পৌঁছে বিয়ে আটকে দেন। 



পরিবারের সদস্যদের বোঝানো হলে তাঁরা বিয়ে না দেওয়ার সিদ্ধান্ত নেন। পাশাপাশি মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার মুচলেকা দিয়েছেন অভিভাবকরা। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদীপ ভট্টাচাৰ্য জানান রাজ্য সরকারের দেওয়া কন্যাশ্রী ও রুপশ্রী প্রকল্প সত্বেও যে ভাবে নাবালিকা বিয়ে দিচ্ছে কিছু শ্রেনীর লোকজন, তা সত্যি দুশ্চিন্তার বিষয়। তবে আগামী দিনে যাতে বাল্য বিবাহ বন্ধ হয় সে বিষয়ে মানুষকে আর ও সচেতন করতে হবে।