শুটিং করতে এসে সবজী বিক্রেতাকে মারধোরের ঘটনায় রণক্ষেত্র চৈত্রপুর



সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান


শুটিং করতে এসে স্থানীয় দুই সবজী বিক্রেতাকে মারধোরের ঘটনায় রণক্ষেত্র চেহারা সৃষ্টি হলো পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ২নং ব্লকের চৈত্রপুর এলাকায়। 



আজ সকালে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ২নং ব্লকের চৈত্রপুর এলাকায় শ্যুটিং করতে আসে কয়েকজন যুবক যুবতী। রাস্তা ঘিড়ে শুটিং করার সময় স্থানীয় এক সবজী বিক্রেতা গ্রামবাসী তাদের একটু রাস্তা ছাড়ার অনুরোধ করে। তারা রাস্তা নাছেড়ে উল্টে ওই ব্যক্তিকে অন্য রাস্তা দিয়ে যাওয়ার হুমকি দেয় বলে অভিযোগ ওই ব্যবসায়ীর। এর পর কোনোরকমে পাশদিয়ে চলে যায় ওই সবজী ব্যবসায়ী। অভিযোগ, এরপর পিছন থেকে এক যুবক এসে ওই গ্রামবাসীদের ফেলে দিযে মারধর করে।মারধোরের পর অভিযুক্ত দুই যুবক তাঁদের আরেক যুবতী সঙ্গীকে নিয়ে এলাকা থেকে পালিয়ে গেলেও উত্তেজিত গ্রামবাসী ধরে ফেলে শ্যুটিং করতে আসা অন্য এক যুবক, যুবতী ও এক বয়স্ক মহিলাকে। গ্রামবাসীরাই স্থানীয় একটি ক্লাব ঘরে অভিযুক্তদের আটকে রেখে বর্ধমান থানায় খবর দেয়। 



পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে উত্তেজিত গ্রামবাসীরা পুলিশকে বাধা দেয়। এমনকি কর্তব্যরত পুলিশ কর্মীদের ধাক্কাধাক্কি করে বলে অভিযোগ। গ্রামবাসীরা দাবি করতে থাকেন যে দুজন অভিযুক্ত যুবক মারধর করে পালিয়ে গেছে তাদের নিয়ে আসতে হবে।তা না হলে এলে বাকি তিনজনকে পুলিশকে নিয়ে যেতে দেওয়া হবে না। এরপরই উত্তেজনা চরমে ওঠে। 



পুলিশ কে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা। বিক্ষোভের খবর পাওয়ার মাত্রই ঘটনা স্থলে ছুটেযান সদর থানার আইসি পিন্টু সাহার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। সেখান থেকে শ্যুটিং পার্টির তিনজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, শুটিং করতে আসা যুবক, যুবতীরা বর্ধমান গোলাপবাগ এলাকা বাসিন্দা।