Latest News

6/recent/ticker-posts

Ad Code

১৬ই সেপ্টেম্বর থেকে UGC NET, দেওয়া হয়নি অ্যাডমিট কার্ড



১৬ই সেপ্টেম্বর থেকে UGC NET, দেওয়া হয়নি অ্যাডমিট কার্ড 




১৬ই সেপ্টেম্বর থেকে আরম্ভ হতে চলেছে ইউজিসি নেট জুন ২০২০ এর পরীক্ষা। পরীক্ষার আর চারদিন বাকি থাকলেও এখনও অ্যাডমিট কার্ড দেওয়া শুরু করেনি এনটিএ। প্রতিবছর এনটিএ এর অধীনে বছরে দুবার জুন ও ডিসেম্বরে ইউজিসি নেট প‍রীক্ষা নেওয়া হয়। 

করোনা সংক্রমনের কড়াল গ্রাস থেকে বাঁচতে পারেনি নেট পরীক্ষাও। ২০২০ এর জুন মাসের নেট পরীক্ষা করোনার জেরে নেওয়া হয়নি ফলে সেই পরীক্ষা পিছিয়ে সেপ্টেম্বরে নেওয়ার কথা। যা আগামী ১৬ থেকে ১৮ এবং ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত হওয়ার কথা কিন্তু এখনও অ্যাডমিট দেওয়া হয়নি পরিক্ষার্থীদের। কবে দেওয়া হবে অ্যাডমিট কার্ড সেবিষয়েও কোনো কিছু জানা যায়নি। 




উল্লেখ‍্য, এনটিএ বিজ্ঞান ও শিল্প গবেষণা কাউন্সিলের (সিএসআইআর) পক্ষ থেকে সহকারী অধ্যাপক এবং বিজ্ঞান বিষয়ে জেআরএফ প্রদানের জন্য পরীক্ষাও পরিচালনা করে। পরীক্ষার এক সপ্তাহ আগে অ্যাডমিট কার্ড দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code