Latest News

6/recent/ticker-posts

Ad Code

পাঁচ মাস পরে পুনরায় খুলছে আগ্রার তাজমহল Taj Mahal


পাঁচ মাস পরে পুনরায় খুলছে আগ্রার তাজমহল 

করোনা সংক্রমণের জেরে বিধ্বস্ত দেশ। ইতিমধ্যে আনলকের চতুর্থ পর্যায়ে হেঁটেছে কেন্দ্র। ছাড় দেওয়া হয়েছে বহু ক্ষেত্রে। এবার খুলছে তাজমহল। দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার আগামী ২১শে সেপ্টেম্বর খুলছে তাজমহল বলেই টুইট করে জানিয়েছে আগ্রার জেলা ম্যাজিস্ট্রেট। 



তাজমহল খুললেও মেনে চলতে হবে কেন্দ্রীয় নিয়ম বিধি। সামাজিক দূরত্ব বজায় রাখায়, মাস্ক পড়া সব রকম করোনা বিধি মেনে চলতে হবে। তবে আগে ৫,০০০ বেশি দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হলেও এখন শুধুমাত্র ২,৫০০ জনকে প্রবেশের অনুমতি দেওয়া হবে।



আনলকে ৪ -এ দেশকে স্বাভাবিক করতে উদ্যোগ নিয়েছে কেন্দ্র থেকে রাজ্য গুলি। ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে ফতেপুর সিক্রি, সিকান্দরা। 



প্রসঙ্গত, এখনও চির বিদায় নেয়নি করোনা। উল্টে দিনের পর দিন সংক্রমণের নতুন রেকর্ড গড়ছে করোনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code