মহালয়ার পূন্য তিথিতে মুক্তি পেতে চলেছে আগমনী
মহালয়ার পূন্য তিথিতে আসছে , একঝাঁক শিল্পীর সমাগম , ভিন্ন স্বাদের উপস্থাপনা পরিবেশন করতে চলেছে দিনহাটার ফিল্মিটেক প্রডাকশন৷
ফিল্মিটেক মানেই নতুন কিছু , এবার ও নতুন কিছু দেখতে চলেছে দিনহাটার শিল্প মহল ৷
পরিচালক উদয়ন চক্রবর্তী তথা ফিল্মিটেক প্রডাকশন এর কর্নধার একান্ত সাক্ষাৎকার এ জানান, দীর্ঘদিন ধরেই একাধিক প্রজেক্ট নিয়ে ব্যাস্ততা তুঙ্গে , আবহাওয়া সাধ না দেওয়ার কারনে অনেক প্রজেক্ট স্হগিত রাখা হয় ৷ দর্শকের অনুরোধে একদিনে শুটিং ও এডিটিং করে আগামী কাল মুক্তি পেতে চলেছে , "আগমনী"
সকল দর্শকদের দেখার অনুরোধ জানান পরিচালক উদয়ন চক্রবর্তী ৷
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊