ভারত-চীন সীমান্তে সমঝোতার প্রস্তাব ট্রাম্পের
তনোজিৎ সাহা, কলকাতা:
দীর্ঘ কয়েক মাস ধরে ভারত-চীন সীমান্ত পরিস্থিতি নিয়ে চাপানতর বাড়ছে, দিন দিন তা ভয়ানক হচ্ছে বলছে হোয়াইট হাউস এবং মনে করা হচ্ছে চীন ক্রমেই তা আরো খারাপ জায়গায় নিয়ে যেতে পারে।হোয়াইট হাউসে এক প্রেস কনফারেন্স এ এই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সীমান্ত নিয়ে দু’দেশের মধ্যে যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ট্রাম্প এও বলেন, “ভারত ও চিন যদি মনে করে এ ব্যাপারে কোনোরকম সাহায্যের প্রয়োজন, আমেরিকা তা করতে প্রস্তুত।” দুই দেশের সঙ্গে এ ব্যাপারেও কথা চালানো হচ্ছে বলে ওই দিন জানিয়েছেন ট্রাম্প।
তিনি বলেছিলেন, “এই সমস্যা মেটাতে আমরা ভারত-চিনের সঙ্গে কথা বলছি।সমস্ত প্রয়োজনে মধ্যস্থতা করতেও রাজি।” এই পরিস্থিতির জন্য চিন দায়ী বলেও সে সময় মন্তব্য করেছিলেন ট্রাম্প।
পূর্ব লাদাখে ভারত ও চিনের মধ্যে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি যে ভয়াবহ রূপ নিয়েছে সে কথা শুক্রবারই জানিয়েছেন ভারতের সেনা প্রধান এমএম নরবণে। তিনি বলেন, “প্রকৃত নিয়ন্ত্রণরেখা এখন উত্তেজনাপূর্ণ হয়ে রয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সেখানে প্রয়োজনীয় সেনা মোতায়েন করা হয়েছে।’’তিনি এও জানিয়ে আশ্বস্ত করেছেন দেশবাসীকে যে ভারত সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊