দেশে রেকর্ড ভেঙে ফেলল করোনা আক্রান্তের সংখ্যা


রেকর্ড ভেঙে ফেলল দেশের করোনা আক্রান্তের সংখ্যা। দৈনিক সংক্রমণের নিরিখে বিশ্বরেকর্ড। একদিকে যেমন বাড়ছে দৈনিক করোনা পরীক্ষার সংখ্যা তেমনি লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা পজেটিভ হওয়ার সংখ্যা। 


গত সব রেকর্ডকে পিছনে ফেলে গত ২৪ ঘণ্টার রেকর্ড একদিনে সর্বাধিক। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত ৮৬৪৩২ জন। মৃত্যুও প্রায় ১০৮৯ জন। 


আজ শনিবার সকালে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪০২৩১৭৯ জন। এখনও চিকিতসাধীন রয়েছেন ৮৪৬৩৯৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩১০৭২২৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে ৭০০৭২ জন সুস্থ হয়ে উঠেছেন। এখনও পর্যন্ত দেশে সুস্থতার হার ৭৭.২%। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৯৫৬১ জন। গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ১০৮৯ জন। তবে এমন পরিস্থিতিতেও আশা জাগাচ্ছেন করোনা জয়ীরা।


করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে বাড়ছে উদ্বেগ। যদিও সুস্থতার হার আগের থেকে অনেকটাই বেড়েছে। এদিকে শুরু হয়েছে আনলক ৪ । তবে, ভারতের মত এত জনঘনত্বপূর্ন দেশে করোনা নিয়ন্ত্রণ কিভাবে সম্ভব,সেটাই এখন চিন্তার।