উদ্বোধন হলো সাহেবগঞ্জ থানার নতুন ভবন
তনুময় দেবনাথ, দিনহাটাঃ
গতকাল উদ্বোধন হলো সাহেবগঞ্জ থানার নতুন ভবন। গত ১ সেপ্টেম্বর পুলিশ দিবসে সাহেবগঞ্জ থানার নতুন ভবনের উদ্বোধনের দিন থাকলেও প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অকাল প্রয়াণে রাষ্ট্রীয় শোক ঘোষণা হয়, স্থগিত হয়ে যায় থানার নতুন ভবনের উদ্বোধন।
অবশেষে গত কাল ৮ সেপ্টেম্বর পুলিশ দিবসে উদযাপনের সাথে সাথে নতুন ভবনের উদবোধন হল সাহেবগঞ্জ থানার ।
পুলিশ দিবস উৎযাপন উপলক্ষে মাননীয়া মুখ্যমন্ত্রীর হাত থেকে কোচবিহার জেলা পুলিশ উপহার পেল দুটি ভবন। কলকাতা নবান্নে বসে রিমোট টিপে থানার উদ্বোধন করার পর প্রবেশ করে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক সহ সাহেবগঞ্জ থানার পুলিশ আধিকারিকগন। মাননীয়া মুখ্যমন্ত্রী সাহেবগঞ্জ থানার ঝাঁ চকচকে নতুন ভবনটির উদ্বোধন করেন।
দিনহাটা মহকুমার সাহেবগঞ্জ থানা এতদিন চলছিল ভাড়া বাড়িতে। পাশাপাশি দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক এবং বাসভবন সহ নতুন অফিস গৃহের উদ্বোধন হয়। নতুন এই ভবন থেকে খুব শীঘ্রই শুরু হবে সাহেবগঞ্জ থানার কাজ কর্ম।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊