বালুর চরে আটকে পড়েছে তিমি, ৩০০ তিমির মৃত্যু ঘিরে চাঞ্চল্য 

pic credit: nytimes.com



অস্ট্রেলিয়ার তাসমানিয়া উপকূলে কমপক্ষে ৩০০টি তিমির মৃত্যু হয়েছে বলে দ্যা নিউ ইয়র্ক টাইম সূত্রের খবর। যার ফলে স্বভাবিক ভাবেই এক চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে স্থানীয় পরিবেশ সচেতন মানুষদের মধ্যে।  


জানা গেছে উপকূলে বালুর চরে আটকা পড়েছিল ৪৭০ টি তিমি। এ ছাড়া আটকে পড়া বাকি তিমির মধ্যে আরো তিমি মারা যেতে পারে বলেও আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।

সোমবার স্থানীয় মানুষেরা তিমির ওই বিশাল দলটিকে উপকূলে দেখতে পান। তিমিগুলো উপকূলে আটকা পড়েছিল। ফলে জলের অভাবে ছটফট করতে করতেই অনেক তিমির মৃত্যু হয়েছে।

বিশালসংখ্যক এই তিমির দলটিকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন সমুদ্র বিশেষজ্ঞ ও পরিবেশকর্মীরা। 

তাসমানিয়া দ্বীপে দেখতে পাওয়া সামুদ্রিক ডলফিন প্রজাতির এই পাইলট তিমি সাধারণত লম্বায় সাত মিটার বা ২৩ ফুট হয় এবং এগুলোর ওজন হয় প্রায় তিন টন।

কিভাবে ওই তিমিগুলো উপকূলে এসে আটকা পড়ল, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিমির উপকূলে আসার ঘটনা প্রায়ই ঘটে থাকে। কিন্তু একসঙ্গে এত তিমি সচরাচর দেখা যায় না।