Latest News

6/recent/ticker-posts

Ad Code

সুজনবন্ধুর নতুন উপস্থাপনা- অনুভবে স্বাধীনতা


সুজনবন্ধুর নতুন উপস্থাপনা "অনুভবে স্বাধীনতা"


শচীন পাল: ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো লোকগানের দল সুজনবন্ধুর নতুন উপস্থাপনা "অনুভবে স্বাধীনতা"। পশ্চিম মেদিনীপুর জেলায় যতগুলো বাংলা ব‍্যান্ড রয়েছে তার মধ্যে অন্যতম হলো  সুজনবন্ধু। এঁরা মূলত লোকগান পরিবেশন করে থাকেন।

সুজনবন্ধুর শিল্পীরা সবসময় একটি ভিন্ন মাত্রা ও ভাবনার মাধ্যমে লোকগানকে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। বর্তমান সময়ে যখন বিভিন্ন ইলেকট্রিক বাদ‍্যযন্ত্রের রমরমা তখন সুজনবন্ধু চিরাচরিত বাদ‍্যযন্ত্রের মাধ‍্যমেই লোকগানকে মনোগ্রাহী ভাবে শ্রোতাদের সামনে হাজির করার চেষ্টা করেন। সুজনবন্ধু প্রচেষ্টায় এইরকমই একটি নতুনত্ব ভাবনা অনুভবের স্বাধীনতা শিরোনামে প্রকাশ পেয়েছে আরশি ইউটিউব চ‍্যানেলে। 

সুজনবন্ধুর দলে  সদস‍্যসংখ‍্যা আট জন। দলে  রয়েছেন দীপঙ্কর শীট, বুলন দে, তপেন্দু দাস, অরুনাংশু রায়, প্রসেনজিৎ সাহু, সোমেশ হোড়, ফোটন অধিকারী  দিব‍্যেন্দু বর প্রমুখ। দলের পক্ষ থেকে দীপঙ্কর শীট জানান, 'পরবর্তীকালে তাঁরা তাঁদের প্রতিটি কাজে তাঁদের নতুন ভাবনা গানে গানে প্রকাশ করবেন।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code