নারকেলডাঙ্গার ছাগল পট্টির ভয়াবহ আগুনে ভস্মীভূত বস্তি
SANGBAD EKALAVYA:
তনোজিৎ সাহা, কলকাতাঃ সোমবার ভোর ৫টা নাগাদ উত্তর কলকাতার নারকেলডাঙার ক্যানেল ইস্ট রোডের ছাগলপট্টিতে এক ভয়াবহ আগুন লাগে। মুহূর্তে দাউদাউ করে জ্বলে ওঠে ঝুপড়ির কয়েকটি ঘর। আগুন ছড়িয়ে পড়ে সামনের বিদ্যুতের ট্রান্সফর্মারে। সেটি ব্যাপক শব্দে বিস্ফোরণ হয়। তার জেরে ছড়িয়ে পড়ে আগুন। সেই বিধ্বংসী আগুনের জেরে ভস্মীভূত হয়ে যায় পুরো বস্তি। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত ৫০ টি ঝুপড়ি ভস্মীভূত হয়েছে। যদিও দমকলের ৯ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
দমকল সূত্রে খবর, এই ঝুপড়ির পাশেই নারকেলডাঙা থানা। ফলে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যায় পুলিশ। তারা দ্রুত দমকলে খবর দেয়। প্রথমে মানিকতলা ফায়ার স্টেশনের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের জন্য আসে। পরে ক্যানাল ওয়েস্ট রোড ফায়ার স্টেশনের ইঞ্জিনও পৌঁছায়। সকাল সাতটা নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ট্রান্সফর্মার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়লেও, কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ এবং দমকলবিভাগ।
ঝুপড়িতে প্রচুর দাহ্য বস্তু মজুত থাকায় ফলেই দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে আগুন। যদিও ঝুপড়ির সবকটি ঘর থেকে বাসিন্দারা রাস্তায় বেরিয়ে আসে। ফলে, কেউ হতাহত হয়নি। কিন্তু আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে ঝুপড়ির মানুষজন বাসনপত্র থেকে শুরু করে, ঘরে মজুত থাকা চাল-ডাল কিছুই বের করতে পারেনি। ছাগল পট্টির বাসিন্দা নাসিমা বিবি জানান, সামনেই তাঁর মেয়ের বিয়ে। সেই কারণে সামান্য গয়না কিনে রেখেছিলেন। বিধ্বংসী আগুনে পুড়ে গেছে সেটুকুও।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊