Latest News

6/recent/ticker-posts

Ad Code

CPIM দল থেকে- SFI জেলা সভাপতি সহ সাতশো জন ছাত্র যুব কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন

CPIM দল থেকে SFI জেলা সভাপতি সহ  সাতশো জন ছাত্র যুব কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন



রাজেন্দ্র নাথ দত্ত, সংবাদ একলব্যঃ মুর্শিদাবাদে বামফ্রন্টের ঘরে ফাটল ধরালেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের কো অর্ডিনেটর সৌমিক হোসেন। মঙ্গলবার বিকেলে বহরমপুর খাগড়া ঘাট এলাকায় সৌমিক হোসেনের নেতৃত্বে SFI-এর জেলা সভাপতি জোসেফ হোসেন, ফরাক্কার সিটুর বক্ল সভাপতি অরুনময় দাস এবং সিপিএমের জেলা কাউন্সিলের মেম্বার আব্দুস সালাম, সহ কয়েক শো কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন। আর এর ফলে জেলায় তৃণমূলের অনেকটাই শক্তি বৃদ্ধি হল। 

এখানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সুব্রত সাহা , জেলা তৃণমূল কংগ্রেসের কো-অডিনেটর অরিত মজুমদার , নওদা বিধানসভার বিধায়িকা শাহিনা মমতাজ খান, মুর্শিদাবাদ বিধানসভার বিধায়িকা শাহনি সিংহ রায়, রেজিনগর বিধানসভার বিধায়ক রবি আলম চৌধুরী, খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশীষ মার্জিত ও অন্যান্য নেতৃত্বরা ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code