অসহায়পরিবারের মা ও ছেলের শ্রাদ্ধানুষ্ঠানে সাহায্য করলো স্বেচ্ছাসেবী সংগঠন বিডিও


কোচবিহার ঃ 

একদিকে বিশ্বজুড়ে চলছে করোনাভাইরাস আতঙ্ক। তার সাথে চলছে লকডাউন। এই লকডাউনে কোচবিহার 2 এর বড়রাংরস গ্রাম পঞ্চায়েত এলাকার নিউ যুব সংঘ ক্লাবের সন্নিকটে বছর পঞ্চাশের পূর্ণ রায় নিজের বৃদ্ধ মা, দুই সন্তান ও অসুস্থ স্ত্রীকে রেখে পরলোক গমন করেছিলেন ২৬সে মে। শারীরিক অসুস্থতার কারণে কিছুদিন তার মৃত্যু হয়েছিল। পেশায় তিনি দীর্ঘদিন আগে পুন্ডিবাড়ি এলাকায় টেইলারিংএর কাজ করতেন। তারপর লেবারের কাজের সাথে যুক্ত ছিলেন। "দিন আনা দিন খাওয়া" এই পরিবারটির একমাত্র উপার্জনের রাস্তা ছিল পূর্ণ রায়ের আয়ের উপর। কিন্তু পূর্ণ রায় মারা যাওয়ার ফলে পরিবারটি এই লকডাউনে দুর্ভোগে পড়ে বলে জানা গেছে। এলাকার বাসিন্দারা স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশনের সাথে যোগাযোগ করেন।তারপর স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশনের কর্মকর্তারা বড়রাংরস এলাকায় স্বর্গীয় পূর্ণ এর বাড়িতে পৌঁছে যান । সেখানে গিয়ে তারা দেখেন বৃদ্ধ আশি বছরের মা, একটি 13 বছরের মেয়ে, 10 বছরের ছেলে ও অসুস্থ স্ত্রীকে ছেড়ে পরলোক গমন করেছেন। আত্মীয় স্বজন বলতে নিজের এলাকায় আর কেউ নেই।স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশনের পক্ষ থেকে পরিবারটির পাশে গিয়ে দাঁড়ান এবং স্বর্গীয় পূর্ণ রায়ের শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করেন।



কয়েক মাস যেতে না যেতেই স্বর্গীয় পূর্ণ রায়ের মা বছর আশির শ্রীমতি রুপেস্বরি রায় শারীরিক অসুস্থতার জন্য পরলোক গমন করলেন।



আজ 12 সেপ্টেম্বর স্বর্গীয় রুপেস্বরি রায় এর শ্রাদ্ধানুষ্ঠান ও মৎস্যমুখী অনুষ্ঠান দায়িত্বভার সম্পন্ন করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশন এর কর্মকর্তারা।



কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশনের সম্পাদক রাজাবৈদ্য, কোচবিহার সদর কমিটির সদস্য প্রদীপ রায়, বাপ্পা পাল, অসীম দেব অধিকারী, প্রশান্ত দেব অধিকারী, সন্দীপ চক্রবর্তী, দীপক বর্মন, সুরজিৎ মহন্ত,রাকেশ মোহন্ত প্রমূখ।



সংগঠনের পুন্ডিবাড়ীর সদস্য প্রদীপ রায় বলেন সবার সহযোগিতা নিয়ে আমরা এই পরিবারটির মা ও ছেলের শ্রদ্ধানুষ্ঠান সম্পন্ন করলাম।



সংগঠনের কর্ণধার রাজা বৈদ্য বলেন মানুষ মানুষের জন্য, দুস্থ পরিবারটির পাশে থাকতে পেরে খুব ভালো লাগছে। ভবিষ্যতে এই কাজটি করে যাব।