কলেজে ভর্তির সময়সীমা বৃদ্ধি সাথে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের ঘোষণা শিক্ষামন্ত্রীর 







করোনা সংক্রমণের জেরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত হয়ে যাওয়ার পর পরীক্ষা ছাড়াই ফলাফল প্রকাশ করেছে রাজ্য। এরফলে ছাত্রছাত্রীদের ঝুলিতে নম্বরে নম্বর। এরফলে একদিকে যেমন নম্বরের শতাংশ বেড়েছে তেমনি কোন পথে ছাত্রছাত্রী এগিয়ে যাবে সে নিয়েও নানান চিন্তা জমাট বেঁধেছে। এদিকে কলেজে ভর্তির প্রক্রিয়া আরম্ভ হয়ে গিয়েছে। 


প্রথম দফায় কলেজে ভর্তির প্রক্রিয়া ২৫শে সেপ্টেম্বরের মধ্যে শেষ করার সময়সীমা বেঁধে দেয় রাজ্য। কিন্তু, সময় শেষের দিকে আসলেও এখনও বহু শিক্ষার্থী ভর্তি হতে পারেনই কলেজে। ফলে যেমন অনেক কলেজে সিট ফাঁকা তেমনি ভর্তি হতে পারেনি অনেকেই। সেই কথা মাথায় রেখেই কলেজে ভর্তির সময়সীমা বাড়িয়ে দিল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।



এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চলবে কলেজের ভর্তি প্রক্রিয়া। ২৫শে সেপ্টেম্বর থেকে বাড়িয়ে এখন কলেজে ভর্তি হওয়া যাবে ৩০শে অক্টোবর পর্যন্ত। বাড়ল রাজ্যের কলেজে ভরতির সময়সীমা, ঘোষণা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ছিল সময়সীমা। অনেক কলেজে আসন ভরতি না হওয়ায় দ্বিতীয় দফায় এটা বাড়ানো হল।

একই সাথে এদিন তিন শীতল কুচি ব্লকে, মনীষী পঞ্চানন বর্মার জন্মস্থান খালিসামারিতে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের, পঞ্চানন বর্মা সেতু এবং পঞ্চানন বর্মা মিউজিয়াম এর সবুজ সংকেত দেন। 

বিস্তারিত শুনে নিন ভিডিওতে-