চিকিৎসক নিগ্রহের ঘটনায় গ্রেপ্তার ৩,  হাসপাতালের নিরাপত্তার জন্য মোতায়েন পুলিশ 



শচীন পাল,ঝাড়গ্রামঃ

২৪ ঘন্টার মধ্যে ডাক্তারদের কে দেওয়া প্রতিশ্রুতি পালন করলেন প্রাক্তন সাংসদ ডাঃ উমা সরেন ।

গতকাল ডাক্তার নিগ্রহের ঘটনায় ঝাড়গ্রাম জেলা সুপারস্পেশ্যালিটি হাসপাতালের সামনে ধর্নায় বসেন চিকিৎসকরা এবং কর্মরত স্বাস্থ্যকর্মীরা। 

সকাল থেকে রাত্রি ৮ টা পর্যন্ত চিকিৎসকরা অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল ছিলেন। শেষমেষ ঝাড়গ্রাম এর প্রাক্তন সাংসদ তথা ঝাড়গ্রাম জেলা তৃনমূলের মুখপাত্র ডাঃ উমা সরেনের আশ্বাসে অবস্থান-বিক্ষোভ প্রত্যাহার করে নেন চিকিৎসকরা। 

চিকিৎসকরা তাদের লিখিত অভিযোগ প্রাক্তন সাংসদ ডাঃ উমা সরেনের হাতে তুলে দেন।

তারই পরিপ্রেক্ষিতে রবিবার  ঝাড়গ্রাম জেলা সুপারস্পেশ্যালিটি হাসপাতালে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে। 

আট জন পুলিশ এখন থেকে হাসপাতালের নিরাপত্তার জন্য মোতায়েন থাকবেন। 

ইতিমধ্যে ঝাড়গ্রাম থানার পুলিশ ৩ জন কে গ্রেপ্তার করেছে। আদালত তাদের ১৪ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন।