গোয়ালপোখর-১ বিডিও-কে স্বরাজ ইন্ডিয়ার হুশিয়ারি চিঠি - উত্তর দিনাজপুরের ভুট্টা চাষীদের ব্যপক আন্দোলন আসন্ন
গোয়ালপোখর, উত্তর দিনাজপুর, ২রা সেপ্টেম্বর, ২০২০: আজ আবার গোয়ালপোখর-১ বিডিও-কে ভুট্টা চাষীদের এম.এস.পি দর না পাওয়ার বিষয়ে হুশিয়ারি চিঠি দিল স্বরাজ ইন্ডিয়া ও তার কৃষক সংগঠন, জয় কিষাণ আন্দোলন।
গত ২০শে জুলাই স্বরাজ ইন্ডিয়া ও জয় কিষাণ আন্দোলনের নেতৃত্বে গোয়ালপোখর-১ ব্লকের ভুট্টা চাষিরা একত্রিত হয়ে মিছিল করে বিডিও-র দফতরে গিয়ে তাদের দাবী সনদের স্মারকলিপি জমা দিয়েছিল ও অবিলম্বে সমাধানের দাবি জানিয়েছিল।
গোয়ালপোখর-১ বিডিও চাষিদের দাবির যৌক্তিকতা স্বীকার করে নিয়ে সমস্যা সমাধানের চেষ্টার আশ্বাস দিয়েছিলেন বলে সংগঠন জানিয়েছে। কিন্তু প্রায় দেড় মাস চলে যাওয়ার পরেও কোন প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।
অপরদিকে ফসলের দাম না পেয়ে ভুট্টা চাষীরা চরম সংকটে দিন কাটাচ্ছে। তাই আজ স্বরাজ ইন্ডিয়া ও জয় কিষাণ আন্দোলনের পক্ষ থেকে গোয়ালপোখর-১ বিডিও-কে চিঠি লিখে আশু পদক্ষেপের জন্য দাবি জানানো হয়েছে। চিঠির সাথে ব্লকের বহু চাষীর সই করা আবেদন পত্রও বিডিও-কে পাঠানো হয়েছে।
বিডিও-কে জানানো হল যে অবিলম্বে দাবী সনদ মানা না হলে ব্যপক আন্দোলন শুরু হবে। স্বরাজ ইন্ডিয়ার উত্তর দিনাজপুর জেলা উপ সভাপতি শম্ভুলাল রায় বলেন: গোয়ালপোখর-১ ব্লকের ভুট্টা চাষীদের ন্যায্য দাবি দাওয়ার প্রতি প্রশাসন উদাসীন; অবিলম্বে প্রতিকারের দিকে নজর না দিলে চাষীদের তীব্র আন্দোলনে যাওয়া ছাড়া উপায় থাকবেনা। চাষীরা ফসলের দাম না পেয়ে অত্যন্ত দুর্দশায় দিন কাটাচ্ছে, তাদের আর্তনাদ শোনা হচ্ছেনা। এবার তারা প্রতিবাদের মাধ্যমে প্রশাসনকে বাধ্য করাবে তাদের প্রতি অন্যায় ও অবিচারের প্রতিকার করতে।
তিনি আরও জানান- ভুট্টার এম.এস.পি দরের দাবিতে স্বরাজ ইন্ডিয়া ও তার কৃষক সংগঠন জয় কিষাণ আন্দোলন-এর নেতৃত্বে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলের ভুট্টা চাষীদের কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন চলছে এবং যতদিন না চাষীরা ফসলের সঠিক দাম পাচ্ছেন, এই অন্দোলন চলবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊