জম্মু ও কাশ্মীর অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ বিল, ২০২০-তে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা
Union Cabinet approves Jammu and Kashmir Official Languages Bill
আজ বুধবার, কেন্দ্রীয় মন্ত্রীসভায় জম্মু ও কাশ্মীর অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ বিল, ২০২০-তে অনুমোদন পেল বলেই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। এক সাংবাদিক বৈঠকে একথা জানান তিনি। এদিন তিনি বলেন, উর্দু, কাশ্মীরি, ডোগরি, হিন্দি ও ইংরেজি মন্ত্রিসভা অনুমোদিত নতুন বিলের আওতায় জম্মু ও কাশ্মীরের সরকারি ভাষা হবে।
সরকারি নিয়োগ-পরবর্তী সংস্কারের জন্য 'মিশন কর্মযোগীতে'-তেও অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভা বলেও জানান কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊