Enhanced rainfall activity over districts of North Bengal 




উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা । 
আঞ্চলিক আবহাওয়া দপ্তর- কলকাতা অনুযায়ী  বঙ্গোপসাগর ও তার সংলগ্ন অঞ্চলে একটি নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হয়েছে। এই নিম্নচাপের কারনে গত ২১ সেপ্টেম্বর থেকে যে বৃষ্টিপাতের শুরু হয়েছে তা চলবে আগামী কাল অর্থাৎ ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।


উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগ জানিয়েছে- ২৪ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 

২৩/০৯/২০২০ (কমলা সতর্কবার্তা) রয়েছে যে যে জেলাগুলিতে- 

১) দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, কালিংপং জেলার দুএক জায়গায় ভারী থেকে অতি ভারী (৭-২০ সেমি) বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 

২) মালদা, উত্তর ও দক্ষিনদিনাজপুর- জেলাগুলিতে দু-এক জায়গায় ভারী বৃষ্টিপাতের (৭-১১ সেমি) সম্ভাবনা আছে।

২৪/০৯/ ২০২০(হলুদ সতর্কবার্তা): দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি , কোচবিহার, কালিংপং জেলার দু-এক  জায়গায় ভারী বৃষ্টিপাতের (৭-১১ সেমি) সম্ভাবনা আছে। 

আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা অনুযায়ী- 
১) নদী গুলিতে জলােচ্ছাস হতে পারে। 
২) দার্জিলিং ও কালিম্পঙ জেলার পাহাড়ি অঞ্চলে ধ্বস নামার সম্বাবনা আছে। রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। 
৩) নিচু ও নদী তীরবর্তী অঞ্চলে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে।