শিক্ষক দিবসের আলেকে দুর্নিবার মাসিক ই-ম্যাগাজিনের ২ বর্ষের ১১ তম সংখ্যা প্রকাশ




নিজস্ব প্রতিনিধি, দিনহাটা ঃ 

আজ ৫ ই সেপ্টেম্বর মহান শিক্ষক দিবসের আলেকে দুর্নিবার মাসিক ই-ম্যাগাজিনে ২ বর্ষের ১১ তম সংখ্যা প্রকাশিত হলো দিনহাটা উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডঃ রতন অধিকারী কে সম্মাননা জানিয়ে । এবারের সংখ্যা প্রকাশ করেন ডঃ রতন অধিকারী। 


উপস্থিত ছিলেন দুর্নিবারে ই ম্যাগাজিনের সম্পাদিকা মধুমিতা ঘোষ, প্রকাশক শুভ্রালোক দাস, সহ সম্পাদক ধৃতিমান দও, দুর্নিবারের সদস্য নিকিতা আচার্য, দিপাঞ্জন দও প্রমুখ।