করোনা সংক্রমণের ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে শিশুদের হৃদযন্ত্র!
Covid-19 inflammatory syndrome severely damages children's hearts!
ওয়েবডেস্ক ঃ
দিন দিন বেড়েই চলছে করোনা। করোনার সেকেন্ড ওয়েব ইতিমধ্যে ভারতে শুরু হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে ঘোর চিন্তায় বিশ্ববাসী। এর মধ্যেই আরও এক আতঙ্কের খবর শোনাচ্ছে গবেষণা। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে করোনা সংক্রমণ শিশুদের হৃদযন্ত্রের ক্ষতি করতে পারে।
সম্প্রতি ‘দ্য ল্যানসেট ইক্লিনিক্যাল মেডিসিন জার্নাল’-এ প্রকাশিত হয়েছে টেক্সাস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকদের গবেষণাপত্র। ওই গবেষণাপত্রে উঠে এসেছে এই তথ্য।
এই গবেষণার অন্যতম সদস্য বিশেষজ্ঞ চিকিৎসক অ্যালভারো মরেইরা জানান, উপসর্গহীন করোনা আক্রান্ত শিশুদের মধ্যে তিন-চার সপ্তাহ পর থেকে ‘মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি সিনড্রোম’-এর (MIS-C) নানা সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যাগুলিতে শিশুদের ICU-তে রেখেই চিকিৎসা করতে হয়।
‘মায়োকার্ডাইটিস’-এর সমস্যা দেখা দিচ্ছে শিশুদের। আক্রান্ত হচ্ছে শিশুদের হৃদযন্ত্রের পেশিগুলি। ফলে হার্ট ফেলিওরের ঝুঁকি বেড়ে যাচ্ছে।
৬০০-রও বেশি করোনা আক্রান্ত শিশুদের গভীর ভাবে পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা দেখেছেন, করোনা উপসর্গ না থাকলেও হার্টের নানা সমস্যা দেখা দিচ্ছে শিশুদের মধ্যেও। করোনার প্রকোপ কাটিয়ে সুস্থ হয়ে ওঠার পরেও অনেক ক্ষেত্রেই শিশুদের মধ্যে হার্টের নানা সমস্যা থেকেই যাচ্ছে।
এদিকে ‘জামা পেডিয়াট্রিক্স’-এর ডিজিটাল সংস্করণে প্রকাশিত এক রিপোর্টে বিজ্ঞানীদের, প্রায় তিন সপ্তাহ পর্যন্ত কোনও উপসর্গ ছাড়াই শিশুর শরীরে লুকিয়ে থাকতে পারে করোনাভাইরাস! ফলে আরও বেড়েছে উদ্বেগ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊