করোনার ভয়! প্লাস্টিকের তাঁবুতে বসে ক্লাস করছেন শিশুরা, ভাইরাল ছবি
ওয়েবডেস্কঃ
বিশ্ব জুড়ে জাঁকিয়ে বসেছে করোনা। করোনা সংক্রমণের চেইন ভাঙতে একমাত্র ভরসা লক ডাউন। ঘর বন্দি জীবন যাপন। কিন্তু এভাবে চলবে কতদিন? শিকেয় উঠেছে শিশু থেকে কিশোর -কিশোরীদের পড়াশুনা। এমন পরিস্থিতিতে অভিনব পন্থায় শিক্ষা দানে এগিয়েছে ইরান। টানা সাত মাস পরে শনিবার থেকে ইরানে খুলে দেওয়া হয়েছে স্কুল। স্কুলে সামাজিক দূরত্ব বজায় রাখতে স্বচ্ছ প্লাস্টিকের তাঁবুর মধ্যে বসানো হয়েছে পড়ুয়াদের।
সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সাংবাদিক ফারনাজ ফাসিহি প্রথম সেই ছবি শেয়ার করে লেখেন, মহামারীর সময়ে এই হল ইরানের স্কুল।
School in the age of pandemic in Iran. pic.twitter.com/Gg6v7KMhbh
— Farnaz Fassihi (@farnazfassihi) September 8, 2020
ছবিতে দেখা যাচ্ছে, ক্লাসরুমের মধ্যে স্বচ্ছ প্লাস্টিকের ভিতরে বসে পড়ুয়ারা। কারও মুখে নেই মাস্ক। এভাবেই চলছে পড়াশুনা। এভাবেই নাকি তাদের করোনা ভাইরাস থেকে বাঁচানো যাবে তাদের।
অনেকে এই পদ্ধতির প্রশংসা করলেও অনেকেই এর তীব্র সমালোচনাও করেছেন। এমনকি তুলোধনা করতে ছাড়েননি সরকারেরও।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊